ফেনীতে বাস উল্টে নিহত ৩, আহত অন্তত ১২

ফেনীর দাগনভূঞা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে তিনজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন বাসযাত্রী ও পথচারীসহ অন্তত ১২ জন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের সিলোনিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মহিপাল হাইওয়ে থানা পুলিশের ওসি হারুন উর রশিদ।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—দক্ষিণ জায়লস্কর গ্রামের আব্দুল মতিনের ছেলে অটোরিকশা চালক মো. শ্রাবণ (২০) এবং খুঁশিপুর গ্রামের মো. শহীদুল্লাহর স্ত্রী শামীম আরা বেগম (৫০)। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

আহতরা হলেন—ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ মাথিয়ারা গ্রামের আবদুর রউপের মেয়ে খোদেজা (৩০), একই এলাকার জাহাঙ্গীর আলমের শিশু ছেলে মো. আব্দুল্লাহ (১৮ মাস), দাগনভূঞা উপজেলার উত্তর জায়লস্কর গ্রামের মুনাফের ছেলে সাহাব উদ্দিন (৫৫), খুঁশিপুর গ্রামের শহিদ উল্লাহর ছেলে নাফসি (২৬), দক্ষিণ জায়লস্কর গ্রামের সালাউদ্দিনের মেয়ে জান্নাত আক্তার বৃষ্টি (১৪), একই এলাকার ফারুকের ছেলে তামিম (১৩) এবং ওই এলাকার মেঝবাহ উদ্দিনের মেয়ে আফিয়া (১০)। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে সাহাব উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফেনী থেকে নোয়াখালীগামী সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলোনিয়া সেতুর ইউটার্ন এলাকায় সড়কের পাশে কয়েকটি ছোট পরিবহনকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এ সময় পেছন থেকে একটি পিকআপ ভ্যান বাসটিকে ধাক্কা দিলে দুর্ঘটনা আরও ভয়াবহ হয়। এতে বাসের যাত্রী ও পথচারীসহ অন্তত ১৫ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালায়। আহতদের ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক এক নারীসহ তিনজনকে মৃত ঘোষণা করেন।

দাগনভূঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। নিহত তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার ওসি হারুন উর রশিদ বলেন, দুর্ঘটনার পরপরই বাস চালক পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।