গাজীপুরে তুরাগ নদে নৌকা ডুবি: দুই শিশুর লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তুরাগ নদে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ থাকা এক শিশুর লাশ দুই দিন পর উদ্ধার করেছে ডুবুরীদল।

শনিবার সকালে দুর্ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার পশ্চিমে নদীতে ভাসমান অবস্থায় তন্ময়ের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (সাভার ও কালিয়াকৈর) জোন প্রধান উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন।

লাশ উদ্ধার হওয়া আট বছর বয়সী তন্ময় স্থানীয় তাপস মনি দাসের ছেলে। একই ঘটনায় নিখোঁজ স্থানীয় মদন মনি দাসের মেয়ে অঙ্কিতা মনি দাসের (৫) লাশ শুক্রবার সকালে উদ্ধার করে ডুবুরীরা।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আলাউদ্দিন বলেন, বৃহস্পতিবার বিকালে দুই শিশু তাদের স্বজন ও অন্যদের সঙ্গে নৌকা করে তুরাগে বেড়াতে বের হয়। সন্ধ্যার দিকে ওই এলাকায় তখন প্রতিমা বিসর্জন চলছিল। এর মধ্যে স্থানীয় হিজলতলীর চাপাইর ব্রিজের কাছে পৌঁছলে অন্য একটি ট্রলার তাদের নৌকাকে ধাক্কা দেয়। এতে নৌকাটি গভীর পানিতে তলিয়ে যায়।

এ সময় নৌকায় থাকা যাত্রীরা সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও শিশু দুটি পানিতে তলিয়ে নিখোঁজ হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন জানান, খবর পেয়ে রাতেই স্থানীয় ফায়ার কর্মীরা অভিযানে নামলেও রাত ৮টা পর্যন্ত শিশু দুইটির সন্ধান মেলেনি। টঙ্গী ফায়ার স্টেশনে ডুবুরীদলকে খবর দেওয়া হলেও অন্ধকার হয়ে যাওয়ায় রাতে আর অভিযান চালানো সম্ভব হয়নি।

পরে শুক্রবার সকালে টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরীদল অভিযানে নামে এবং বেলা ১১টার দিকে ডুবে যাওয়া নৌকাসহ অঙ্কিতার লাশ উদ্ধার করে। অঙ্কিতার লাশ ডুবে যাওয়া নৌকার সাথেই আটকে ছিল। তবে সেদিনও খোঁজ মেলেনি তন্ময়ের।

ফায়ার কর্মকর্তা মামুন জানান, এ অবস্থায় শনিবার আবার অভিযানে নামে ডুবুরীরা এবং ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার পশ্চিমে ভাসমান অবস্থায় তন্ময়ের লাশ উদ্ধার করে তারা।