গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

গোপালগঞ্জ সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের উলপুরে এবং শুক্রবার বিকালে শহরের কাঁচাবাজার ব্রিজের কাছে এসব দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান।

নিহতরা হলেন— উলপুর ইউনিয়নের মালেঙ্গা গ্রামের মৃত লক্ষণ বিশ্বাসের ছেলে মণিমোহন বিশ্বাস (৬৫) এবং গোপালগঞ্জ শহরতলীর ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের বাদশা শেখের ছেলে দুলাল শেখ (২৮)। দুলাল পড়াশোনা শেষে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই মোল্লা মোহাম্মদ আফজাল হোসেন জানান, শনিবার সকালে রাস্তা পারাপারের সময় বৃদ্ধ মণিমোহন বিশ্বাসকে ধাক্কা দেয় খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী রাজিব পরিবহনের একটি বাস। এতে মারাত্মক আহত হন মণিমোহন বিশ্বাস। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ বেড জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিচিত্র কুমার বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, শুক্রবার বিকালে দুলাল শেখ মোটরসাইকেলে করে শহরের লঞ্চঘাট থেকে শহরতলীর ঘোষেরচরের বাড়িতে যাচ্ছিলেন। শহরের কাঁচাবাজার ব্রিজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুলাল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে তিনি রাতে মারা যান।

এছাড়া, গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা সারের গোডাউনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই ট্রলি খাদে পড়ে চালক আহত হয়েছে বলে জানিয়েছেন ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান।