বিশ্বের তৃতীয় দূষিত নগরী ঢাকা, বায়ুমান অস্বাস্থ্যকর পর্যায়ে

আজ বুধবার সকালে বিশ্বের ১২৬টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। সকাল আটটার দিকে আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার গড় বায়ুমান সূচক (AQI) ১৬৫, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। নগরীর আটটি এলাকায় আজ দূষণের মাত্রা অপেক্ষাকৃত বেশি।

বিশ্বের দূষিত নগরীগুলোর তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার বায়ুমান সূচক ২৪৬। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার সূচক ২১০।

বায়ুদূষণের এই তথ্য প্রকাশ করেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে বায়ুদূষণের অবস্থা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করে। তাদের তৈরি করা লাইভ সূচক বা তাৎক্ষণিক নির্দেশক কোনো শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

চলতি মাসের শুরু থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সাধারণত বৃষ্টি হলে দূষণের মাত্রা কমে, আর জুলাই মাসকে বছরের সবচেয়ে কম দূষণের মাস হিসেবে ধরা হয়। তবে বৃষ্টির মাঝেও গত সেপ্টেম্বর মাসে ঢাকায় একাধিক দিন দূষণের মাত্রা বেড়েছিল। কয়েকদিন বিশ্বের শীর্ষ দূষিত নগরীর তালিকাতেও স্থান পেয়েছিল ঢাকা। অক্টোবর মাস থেকে সাধারণত দূষণ বাড়তে শুরু করে, আর চলতি মাসের শুরু থেকেই ঢাকা কয়েক দিন শীর্ষ দূষিত নগরীগুলোর একটি হিসেবে ছিল।

ঢাকার সাত এলাকায় দূষণ বেশি
নগরীর সাতটি এলাকায় বায়ুদূষণের পরিস্থিতি বেশ খারাপ। এসব এলাকা হলো—মিরপুরের ইস্টার্ন হাউজিং, কল্যাণপুর, মাদানী এভিনিউয়ের বে’জ এইজ ওয়াটার, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, তেজগাঁওয়ের শান্তা ফোরাম এবং গোড়ান।

নগরবাসীর জন্য পরামর্শ
আজকের বায়ুমানের পরিপ্রেক্ষিতে নগরবাসীর জন্য কয়েকটি পরামর্শ দিয়েছে আইকিউএয়ার। ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যেতে হবে, জানালা বন্ধ রাখতে হবে এবং ঘরের বাইরে ব্যায়াম যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। বিশেষ করে যেসব এলাকায় বায়ুর মান অস্বাস্থ্যকর, সেখানে বাড়ির বাইরে যাওয়া অপরিহার্য হলে মাস্ক পরা বাধ্যতামূলক।