শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার পর সাময়িক সময়ের জন্য যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের এলাকা দিয়ে পণ্য খালাসের ব্যবস্থা করেছে ঢাকা কাস্টম হাউজ।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ দপ্তর রোববার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আপাতত যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের (জিএসই বা গ্রাউন্ড সাপোর্ট ইকুয়িপমেন্ট মেইনটেন্যান্স) স্থান ব্যবহার করে পণ্য খালাস প্রক্রিয়া চালু করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “কাস্টমস কর্তৃপক্ষ এখানে পণ্যের কায়িক পরীক্ষা সম্পন্ন করছেন। নয় নম্বর ফটকে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড অটোমেশন সিস্টেমের সংযোগ স্থাপন করা হয়েছে।”
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন ২৭ ঘণ্টা পর পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। রোববার বিকেলে ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেইন্যান্স শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
আগুনের ঘটনা শনিবার দুপুরে ঘটে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট, পুলিশ, আনসার, র্যাব, এপিবিএন, বিমান বাহিনী ও নৌবাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় রাত ৯টার কিছু পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় পৃথক তদন্ত কমিটি গঠন করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
আগুনে বিভিন্ন ধরনের আমদানি করা মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।