বাংলাদেশে একদিনে ডেঙ্গুতে একজনের মৃত্যু; চলতি বছর মৃতের সংখ্যা ২৪৫

বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে; এ নিয়ে চলতি বছর ২৪৫ জনের প্রাণ গেল মশাবাহিত এই রোগে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি একজন পুরুষ। তিনি বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স ছিল ৬২ বছর।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৫০ রোগী। এতে এ বছর হাসপাতাল ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৮৪৯ জনে।

এ বছর সবচেয়ে বেশি ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন সেপ্টেম্বর মাসে; মৃত্যু হয়েছে ৭৬ জনের। ১৯ অক্টোবর পর্যন্ত হাসপাতাল ভর্তি হয়েছেন ১২ হাজার ৫০৭ জন; মৃত্যু হয়েছে ৪৭ জনের।

এর আগে জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ ছাড়া জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন এবং অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হন।

জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছিল। জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, মার্চে কোনো মৃত্যু হয়নি, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুনে ১৯ জন এবং অগাস্টে ৩৯ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ২৮৫ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এছাড়া ঢাকা বিভাগে ১৩১ জন, ময়মনসিংহ বিভাগের ৫৬ জন, চট্টগ্রাম বিভাগে ১১৮ জন, খুলনা বিভাগে ৭১ জন, রংপুর বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ৭৯ জন এবং বরিশাল বিভাগে ১৯০ জন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৭৯৩ জন রোগী। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৭৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৮১৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০২৩ সালে সর্বাধিক ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।