“এই নির্বাচন হয়তো আমার জীবনের শেষ” : মির্জা ফখরুল

দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা উত্থান-পতন পেরিয়ে আসার গল্প শেয়ার করে আবেগময় বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ২৩৭টি আসনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে তিনি লিখেছেন— “এই নির্বাচন হয়তো আমার শেষ নির্বাচন!”

ঘোষিত তালিকায় ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন পেয়েছেন তিনি। এর আগে ১৯৯৬ সালের ফেব্রুয়ারি নির্বাচন ও ২০০১ সালের নির্বাচনে ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল। মঙ্গলবার দুপুরে প্রকাশিত এক পোস্টে ৭৭ বছর বয়সী এই নেতা দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন—
“মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে! আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ দলের সব নেতা-নেত্রী এবং কর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। আজীবন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।”

ছাত্রজীবনে বাম রাজনীতির সঙ্গে যুক্ত থেকে মির্জা ফখরুলের জাতীয় রাজনীতিতে পদার্পণ ঘটে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বাধীন ন্যাপ থেকে। পরে তিনি বিএনপিতে যোগ দেন। ২০১১ সালে দলের ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সালে ষষ্ঠ জাতীয় কাউন্সিলে মহাসচিব নির্বাচিত হন তিনি।

নিজের দীর্ঘ রাজনৈতিক পথচলার স্মৃতি টেনে ফেসবুক পোস্টে ফখরুল লিখেছেন,
“আমরা যারা সারা জীবন রাজনীতি করেছি, জেল খেটেছি— আমাদের সবারই কিছু না বলা গল্প আছে। আমি যখন ১৯৮৭ সালে আবার রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নেই, তখন আমার মেয়েরা ছিল একদম ছোট। ঢাকায় পড়াশোনা করত। আমার স্ত্রী তখনও তরুণী, হঠাৎই ভয়াবহ অনিশ্চয়তার জীবনে পা রাখতে হলো তাকে।”

তিনি আরও লিখেছেন,
“আমার মেয়েদের স্কুলে নেওয়া, ডাক্তার দেখানো— সবকিছুই তখন সে একা সামলাত। মনে পড়ে, একবার বড় মেয়ের অপারেশন হবে, আমি সারারাত গাড়িতে ছিলাম ঢাকার পথে— যেন তার পাশে থাকতে পারি।”

স্মৃতির আবেগ সামলে তিনি আরও বলেন,
“এই গল্পগুলো কোনো একদিন বলব, যদি আল্লাহ চান! আমাদের হাজার হাজার নেতা-কর্মীর জীবনেও এমন গল্প আছে।”

আগামী নির্বাচন জীবনের শেষ হতে পারে জানিয়ে তিনি দলের কর্মীদের উদ্দেশে বলেন,
“যারা এবার মনোনয়ন পাননি, তারা বিশ্বাস রাখুন— ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ মর্যাদা ও দায়িত্ব দেবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের দলের প্রতিটি নেতা-কর্মীর জন্য দোয়া করবেন। আমরা সবাই একসঙ্গে কাজ করে আপনাদের পাশে থাকব।”

আগামী নির্বাচনের প্রতি নিজের আশাবাদ প্রকাশ করে মির্জা ফখরুল লেখেন,
“বিএনপির সেই যোগ্যতা আছে দেশকে মর্যাদার সঙ্গে সামনে এগিয়ে নেওয়ার। ইনশাআল্লাহ, আপনারা পাশে থেকেন।”

https://www.facebook.com/100044460758402/posts/pfbid0228dzfbyWTboKnVbgdnH2yseDfPoRJscFjnMfxRUzChXs4QumRSwT1f1Lou2yL5Jrl/?app=fbl