ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ‘সরিয়ে দেওয়াই’ চলমান যুদ্ধ বন্ধের ‘সবচেয়ে সহজ’ উপায় বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের ভিটোর প্রতিক্রিয়ায় সোমবার এমন মন্তব্য করেন তিনি।
ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তার বরাতে একটি খবরে বলা হয়, ট্রাম্প চান না যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করা হোক।
ওই দুই কর্মকর্তার একজন ট্রাম্পের প্রতিক্রিয়া তুলে ধরে বলেন, “ইরানিরা কি এখন পর্যন্ত কোনো আমেরিকানকে হত্যা করেছে? করেনি। যতক্ষণ না তারা এটা করছে, ততক্ষণ আমরা কোনো রাজনৈতিক নেতৃত্বকে আক্রমণের কথা ভাবছিও না।”
নেতানিয়াহুর কাছে ট্রাম্পের এমন মনোভাবের ব্যাখ্যা জানতে চাইলে তিনি বলেন, “এটি সংঘাত বাড়াবে না, বরং এই সংঘাত শেষ করবে।”
তিনি আরও বলেন, “ইরানই চায়, যুদ্ধ চিরস্থায়ী হোক। তারাই আমাদের পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে।”
শুক্রবার ভোরে ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব ও প্রধান পারমাণবিক বিজ্ঞানীদের হত্যার মাধ্যমে ‘আচমকা’ অভিযান শুরু করে ইসরায়েল। এরপর থেকে দুই পক্ষের মধ্যে আকাশপথে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে।
সোমবার, চার দিন পর ইসরায়েল দাবি করে, ইরানের আকাশপথ এখন তাদের নিয়ন্ত্রণে এবং আগামী দিনে হামলা আরও জোরদার করা হবে।