ট্রাম্পের মতে, পুতিন ও শি : দুইজনকেই সামলানো কঠিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাকি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কাকে সামলানো বেশি কঠিন—এমন প্রশ্নের উত্তরে কোনও এক ব্যক্তিকে বেছে না নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই জনকেই বিরল প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

তিনি বলেছেন, “তারা দুইজনই শক্তিশালী ও হিসেবি নেতা। দুইজনই কঠোর। দুইজন স্মার্ট। তাদের গুরুত্বের সঙ্গে নিতে হবে।” ট্রাম্পের মতে, দু’জনকেই সামলানো কঠিন, কারণ তারা কঠিন এবং বিচক্ষণ।

এই মন্তব্য তিনি করেছেন একটি সাক্ষাৎকারে, যা সিবিএস নিউজের সিক্সটি মিনিটস অনুষ্ঠানে প্রদত্ত। উল্লেখ্য, মূল কোম্পানির সঙ্গে মামলা নিষ্পত্তির পর এটি তার প্রথম সাক্ষাৎকার।

ইউক্রেইনের চলমান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন। তিনি বলেন, “আগের শাসনামলের পর আমি এমন একটা দেশ পেয়েছি, যেখানে পুতিন ভাবছেন যে তিনি জিতছেন। কিন্তু আমি প্রেসিডেন্ট থাকলে এ যুদ্ধ ঘটতই না।”

নিজের প্রথম মেয়াদে এ ধরনের যুদ্ধ কখনও হয়নি দাবি করে ট্রাম্প বলেন, “৪ বছর ধরে এমন কিছু ঘটেনি এ বিষয়ে কোনও সন্দেহ নেই।” তিনি আরও বলেন, পুতিনও স্বীকার করেছেন, যদি ট্রাম্প পরপর ক্ষমতায় থাকতেন, যুদ্ধ এড়ানো সম্ভব হত। তখন জো বাইডেন ক্ষমতায় ছিলেন।

নিজের প্রশাসনের সামরিক প্রস্তুতি তুলে ধরে ট্রাম্প বলেন, “আমি প্রথম মেয়াদে সামরিক বাহিনী পুনর্গঠন করেছি। আমরা বিশ্বের সেরা অস্ত্র তৈরি করি। তারা সেই অস্ত্রই প্রচুর পরিমাণে যুদ্ধে ব্যবহার করেছে।”

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, “আমাদের সম্পর্ক খুবই ভাল। তিনি একজন শক্তিশালী এবং খুবই ক্ষমতাধর নেতা।” করোনাভাইরাস মহামারীর কারণে চাপ থাকার কথাও স্বীকার করেছেন ট্রাম্প। তিনি দাবি করেন, দুই দেশের সম্পর্ক যতটা সম্ভব ভাল রাখা প্রয়োজন। শক্তিধর হওয়ায় দুই দেশের ভাল সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ।

গত সপ্তাহে ট্রাম্প চীনের পণ্যের ওপর শুল্ক ৫৭ শতাংশ থেকে ৪৭ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছেন। তিনি এই সিদ্ধান্তকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দক্ষিণ কোরিয়ায় ফলপ্রসূ বৈঠকের ফল হিসেবে বর্ণনা করেছেন।