সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে, প্রস্তুত থাকতে নির্দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে ধরে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখন থেকেই প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ লক্ষ্যে সেপ্টেম্বর ও নির্বাচনের আগমুহূর্তে অন্তত দুটি মহড়া আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় এক উপদেষ্টা বলেন, নির্বাচনে সহিংসতা হবে—এমনটা ধরে নিয়ে প্রস্তুতি নিতে হবে। নির্বাচন সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে মহড়া আয়োজনের মাধ্যমে সহিংসতা প্রতিরোধের কৌশল নির্ধারণ করতে হবে।
সভায় পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও ডাকাতির ঘটনা বেড়েছে এবং তা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। অপরদিকে প্রধান উপদেষ্টার এক বিশেষ সহকারী অভিযোগ করেন, ধর্ষণের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বের সঙ্গে নিচ্ছে না। অনেক ঘটনা প্রকাশেই আসে না। তিনি এসব ঘটনায় গুরুত্ব দিতে এবং ধর্ষণ বন্ধে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
সভায় ঢাকার রাস্তাগুলো থেকে পুরোনো বাস অপসারণ নিয়েও আলোচনা হয়। জুলাই মাসে রাজনৈতিক দলগুলো গণ-অভ্যুত্থান নিয়ে ব্যস্ত থাকায় এবং পুলিশের তৎপরতা প্রয়োজন হবে বলে বাস অপসারণ কর্মসূচি ৬ আগস্ট থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মালয়েশিয়ায় ‘উগ্র জঙ্গি আন্দোলনের’ অভিযোগে গ্রেপ্তার ৩৬ জনের বিষয়ে আলোচনায় উঠে আসে, এদের মধ্যে কতজন বাংলাদেশি তা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় মালয়েশিয়ার শ্রমবাজারে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে কর্মকর্তারা মনে করেন।
গণ-অভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া দেড় হাজার আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার হয়নি বলেও সভায় জানানো হয়। র্যাব পুরস্কার ঘোষণার প্রস্তাব দেয়। সিদ্ধান্ত হয়, অস্ত্র উদ্ধার করতে বিজিবি ও র্যাব একযোগে কাজ করবে এবং সরকারের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হবে, তবে প্রধান উপদেষ্টার অনুমোদন নিতে হবে।
সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এসব বিষয়ে সাংবাদিকদের সামনে কিছু বলেননি। তবে ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে’ অংশ নিতে দেশত্যাগকালে উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পিস্তলের ম্যাগাজিন পাওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “এটা হয়তো একটা ভুল।”
সাংবাদিকেরা ম্যাগাজিনটি একে-৪৭-এর বলে দাবি করলে তিনি জানান, এটি আসিফ মাহমুদের নিজস্ব লাইসেন্সকৃত পিস্তলের ম্যাগাজিন।
ম্যাগাজিন থাকা সত্ত্বেও বিমানবন্দরের প্রথম দুটি প্রবেশপথে তা শনাক্ত না হওয়া নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, “অনেক সময় কেউ প্রিভিলেজ পায়। তাই নির্দেশ দেওয়া হয়েছে যেন সবার ক্ষেত্রে আইন সমানভাবে প্রয়োগ হয়।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, আইজিপি বাহারুল আলম এবং র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।