জুলাই সনদ বাস্তবায়নে আবারও রাজপথে নামবে এনসিপি: নাহিদ ইসলাম

রাষ্ট্রের মৌলিক সংস্কারের রূপরেখা সংবলিত ‘জুলাই সনদ’ ঘোষণা নিয়ে টালবাহনা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন, এই সনদ আদায়ে আগামী মাসের শুরুতে আবারও ছাত্র–জনতাকে নিয়ে রাজপথে নামবে এনসিপি। আদায় না হওয়া পর্যন্ত তারা পিছু হটবে না।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন নাহিদ। জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে পীরগঞ্জ থেকে এ পদযাত্রা শুরু করে এনসিপি।

নাহিদ ইসলাম বলেন, “জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে যে টালবাহানা চলছে, তাকে আমরা হুঁশিয়ারি দিতে চাই। যদি কেউ মনে করে এই লক্ষ-হাজার মানুষ ঘরে ফিরে গেছে, তাহলে তারা ভুল করছে। বাংলার প্রতিটি পথপ্রান্তরে গিয়ে আমরা সবাইকে নিয়ে আবারো রাজপথে নামব।”

তিনি আরও বলেন, “আমরা তেসরা আগস্ট ঢাকায় আসছি। ছাত্র, তরুণ, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে ঢাকায় ঢুকব। আমাদের জুলাই সনদ, আমরা আদায় করেই ছাড়ব।”

গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী দল এনসিপির প্রধান বলেন, “এই আন্দোলন শুধু সরকার পতনের জন্য ছিল না, এটি ছিল একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার সংগ্রাম। আমরা নতুন একটি বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছি। কিন্তু সেই সংস্কারের রূপ এখনো স্পষ্ট নয়। তাই আমরা জুলাই সনদের দাবি জানিয়ে আবার মাঠে নেমেছি।”

আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে নাহিদ বলেন, “কোটা সংস্কার আন্দোলন থেকেই এই গণবিস্ফোরণের সূচনা। ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। আবু সাঈদের মৃত্যু এই আন্দোলনকে মোড় দেয়। তখন থেকেই ছাত্র-জনতা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তায় নামে।”

তিনি বলেন, “আমাদের এই পদযাত্রা কোনো প্রতীকি আয়োজন নয়। এটি নতুন রাষ্ট্র গঠনের পথে একটি বাস্তবিক প্রচেষ্টা। আমরা সারা দেশের মানুষের সঙ্গে কথা বলব, তাদের স্বপ্ন, আকাঙ্ক্ষা জানব এবং শহীদদের আত্মত্যাগের অর্থ পৌঁছে দেব প্রতিটি অঞ্চলে।”

নাহিদ বলেন, “আমাদের দাবি—বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন। এই তিনটি দাবির ভিত্তিতেই গঠিত হবে একটি নতুন বাংলাদেশ।”

তিনি আন্দোলনে অংশগ্রহণকারী সকল শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে ছাত্র, তরুণ, নারী, আলেম সমাজ, শ্রমিক, পেশাজীবী ও প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

নাহিদ ইসলাম বলেন, “আমরা যে ঐক্যের জায়গা তৈরি করেছিলাম, সেই ঐক্যই আগামী দিনের নতুন বাংলাদেশ গঠনের ভিত্তি হবে। জাতীয় নাগরিক পার্টি সেই আকাঙ্ক্ষা নিয়েই সামনে এগিয়ে যাবে।”