প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার সাম্প্রতিক সৌজন্য সাক্ষাতে জাতীয় নির্বাচনের তারিখ কিংবা সম্ভাব্য সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়নি।
মঙ্গলবার বিকেলে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি। তিনি জানান, পাঁচ দিন আগে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রধান উপদেষ্টা শুধু নির্বাচন প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। এ সময় তাকে জানানো হয়, নির্বাচন আয়োজনের প্রস্তুতি এখন সম্পূর্ণরূপে চালু রয়েছে।
“ভোটের প্রস্তুতি এখন ফুল গিয়ারে চলছে,” বলেন নাসির উদ্দিন।
ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে সিইসি বলেন, যথাসময়ে তারিখ ও তফসিল ঘোষণা করা হবে।
গত ২৬ জুন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্তে সাক্ষাৎ করেন সিইসি। তবে এ বৈঠকের বিষয়বস্তু নিয়ে কোনো সরকারি বক্তব্য না আসায় তা ঘিরে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়।
এর আগে, ১৫ জুন লন্ডনে বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর এক যৌথ ঘোষণায় জানানো হয়, আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে এতে কারও স্বাক্ষর না থাকায় সেটিকে ‘সরকারি’ ঘোষণা বলতে অস্বীকৃতি জানিয়েছিলেন সিইসি। তিনি জানান, সরকারের পক্ষ থেকেও তাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
লন্ডনের ওই বৈঠকের ১১ দিন পর ঢাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন সিইসি। সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, “প্রধান উপদেষ্টার সঙ্গে এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। তবে কিছু বিষয় আলোচনা হয়েছে।”
ফেব্রুয়ারির সম্ভাব্য সময় নিয়ে আলোচনা হয়েছে কিনা, এ প্রশ্নে তিনি স্পষ্ট করে জানান, এ বিষয়ে তাদের কোনো কথা হয়নি।
স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ তুললে সিইসি বলেন, “প্রধান উপদেষ্টা স্থানীয় নির্বাচন নিয়ে কিছু বলেননি। তিনি শুধু জাতীয় নির্বাচন নিয়েই কথা বলেছেন। আমাদেরও মূল ফোকাস জাতীয় নির্বাচন।”