জুলাই অভ্যুত্থান: বিএনপির আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হবেন খালেদা ও তারেক

জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি আয়োজিত বিশেষ আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নেবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন।

একইভাবে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেবেন এবং বিকেল ৩টায় সভার উদ্বোধন করবেন। অনুষ্ঠানটি রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

‘জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির’ আহ্বায়ক রুহুল কবির রিজভী জানান, সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আলোচনার মূল প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘গণঅভ্যুত্থান-২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’।

আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন রুহুল কবির রিজভী। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও পেশাজীবীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

আলোচনা সভার ব্যানারে লেখা রয়েছে ‘এক দফা এক দাবি’ এবং ‘স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান। গ্রাফিতিতে ফুটে উঠেছে ছাত্র-জনতার দৃশ্য ও পুলিশি গুলিতে শহীদ আবু সাঈদসহ অন্য শহীদের স্মৃতি।

এই সভার মধ্য দিয়েই বিএনপির ৩৬ দিনের কর্মসূচির সূচনা হলো। কর্মসূচির মধ্যে রয়েছে বিজয় মিছিল, মৌন মিছিল, ছাত্র সমাবেশ, সেমিনার, রক্তদান কর্মসূচি, গ্রাফিতি অঙ্কন, পথনাটক, ফুটবল টুর্নামেন্ট, শিশু অধিকারবিষয়ক অনুষ্ঠান এবং ডেঙ্গু ও করোনাবিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম।

এর আগে মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে কর্মসূচি শুরু করে।