দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী আয় (রেমিটেন্স) ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। সদ্য শেষ হওয়া ২০২৪–২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮০ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল ২০২০–২১ সালে, যার পরিমাণ ছিল ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। গত অর্থবছর (২০২৩–২৪) রেমিটেন্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।
এ বছরের জুন মাসে রেমিটেন্স এসেছে ২ দশমিক ৮১ বিলিয়ন ডলার, যা গত বছরের একই মাসের (২ দশমিক ৫৩ বিলিয়ন ডলার) তুলনায় ১১ শতাংশ বেশি।
বিশেষজ্ঞদের মতে, ডলারের ভালো দর এবং হুন্ডির প্রবণতা কমে আসার কারণে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোর প্রবণতা বেড়েছে।
পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, “ডলার দর স্থিতিশীল এবং হুন্ডি নিয়ন্ত্রণে থাকায় প্রবাসীরা ব্যাংকিং মাধ্যমে বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন। এতে প্রবাহ বাড়ছে।”
তিনি আরও বলেন, “বাজারভিত্তিক ডলার বিনিময় হার চালু হওয়ায় প্রবাসীরা ভালো রেট পাচ্ছেন, ফলে ব্যাংকের প্রতি আস্থা বেড়েছে।”
চলতি বছরের মে মাস থেকে আইএমএফের শর্ত অনুযায়ী বাংলাদেশ ব্যাংক ডলার বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেয়। ফলে এখন ব্যাংক ও মানি ট্রান্সফার কোম্পানিগুলোতে প্রতি ডলারে ১২২ থেকে ১২৩ টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছিলেন, “বাজারভিত্তিক করা হলেও বর্তমানে ডলারের যা দর রয়েছে, তার থেকে খুব বেশি তারতম্য ঘটবে না।”