ঢাকা জেলার মাথাপিছু আয় জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ: ডিসিসিআই রিপোর্ট

বাংলাদেশের গড় মাথাপিছু আয় বর্তমানে যেখানে ২ হাজার ৮২০ মার্কিন ডলার, সেখানে ঢাকা জেলার বাসিন্দাদের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৫ হাজার ১৬৩ ডলার।
শনিবার প্রকাশিত ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ‘ইকোনমিক পজিশন ইনডেক্স (ইপিআই)’ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিষয়টি তুলে ধরা হয় সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

ডিসিসিআই জানিয়েছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১১ সালের জেলা-ভিত্তিক হিসাবকে ভিত্তি ধরে ২০২৩-২৪ অর্থবছরের জন্য তারা এই আয় নির্ধারণ করেছে।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিবিএস চলতি বছরের মে মাসে জানায়, ২০২৪-২৫ অর্থবছরে দেশের গড় মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ইতিহাসের সর্বোচ্চ ২ হাজার ৮২০ ডলারে। প্রতিষ্ঠানটির সাময়িক হিসেবে দেখা যায়, আগের অর্থবছর ২০২৩-২৪-এ এই পরিমাণ ছিল ২ হাজার ৭৩৮ ডলার; অর্থাৎ এক বছরে বেড়েছে ৮২ ডলার।
এর আগে, ২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ ডলার।

যদিও বিবিএস জেলাভিত্তিক আয়ের হিসাব প্রকাশ করে না, এবার ডিসিসিআই ঢাকা জেলার বিস্তারিত চিত্র তুলে ধরেছে।

‘অর্থনৈতিক অবস্থান সূচক’ শীর্ষক ফোকাস গ্রুপ আলোচনায় প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ এবং প্রতিবেদনটি উপস্থাপন করেন সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব একেএম আসাদুজ্জামান পাটোয়ারী।

সংগঠনটি জানিয়েছে, দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৪৬ শতাংশই ঢাকাকেন্দ্রিক এবং সারাদেশের মোট কর্মসংস্থানের ৪০ শতাংশও এই অঞ্চলে অবস্থিত।

ত্রৈমাসিক ভিত্তিতে অর্থনৈতিক কর্মকাণ্ড বিশ্লেষণের জন্য পরিচালিত এই গবেষণায় ঢাকা জেলার বাণিজ্য প্রবৃদ্ধি, খাতভিত্তিক অর্জন ও সামগ্রিক অর্থনৈতিক অবস্থার একটি চিত্র তুলে ধরা হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে গবেষণাটি সম্পন্ন হয়, যেখানে উৎপাদন খাতের ৩৬৫ জন ও সেবা খাতের ২৮৯ জনের সাক্ষাৎকার নেওয়া হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশের মোট জনসংখ্যার ১১ দশমিক ২ শতাংশ এবং শহুরে জনসংখ্যার ৩২ শতাংশের বসবাস ঢাকায়—যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর একটি।

ডিসিসিআইয়ের তথ্যমতে, দেশের মোট রপ্তানির ৪০ শতাংশ আসে এই অঞ্চল থেকে, যা জাতীয় অর্থনীতিতে ঢাকার প্রভাবকে আরও সুস্পষ্টভাবে তুলে ধরে।