রাজধানীতে মেট্রোরেলের কোনো স্টেশনে কার্ড স্ক্যান করে ভেতরে প্রবেশের পর যাত্রা না করে বাইরে বের হলে দিতে হবে ১০০ টাকা ভাড়া।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ নিয়ম কার্যকর করেছে। ইতোমধ্যে ঢাকার বিভিন্ন স্টেশনে এ বিষয়ে নোটিস টানানো হয়েছে।
বুধবার কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনে গিয়ে দেখা যায়, প্রবেশপথের কাছেই এই নির্দেশনা দেওয়া নোটিস ঝুলিয়ে রাখা হয়েছে।
ডিএমটিসিএলের নোটিসে উল্লেখ করা হয়েছে,
“সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি-এক্সিট বন্ধ আছে। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কাটা হবে। আদেশক্রমে—ডিএমটিসিএল কর্তৃপক্ষ।”
আগে কোনো যাত্রী কার্ড স্ক্যান করে স্টেশনের ভেতরে প্রবেশের পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে কোনো ভাড়া দিতে হত না। কিন্তু নতুন নিয়মে আর সেই সুযোগ থাকছে না।
এ বিষয়ে জানতে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইলে সাড়া পাওয়া যায়নি।