নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেছেন, “প্রধান উপদেষ্টার ঘোষণা করা সময়ের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। নির্বাচনের জন্য যে পরিবেশ, সেটা ঠিক করা হবে এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে।”
শনিবার কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আয়োজিত এক আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, “বিষয়টি নিয়ে সকল রাজনৈতিক দল ও কমিশনগুলো কথা বলছে এবং সবাই খুব আন্তরিকতার সঙ্গে বিষয়টি আলোচনা করছেন।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “যতগুলো স্পর্শকাতর ঘটনা ঘটছে সবগুলোতেই জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। কেউ বলতে পারেনি যে এমন একটি ঘটনা ঘটছে, তাকে ধরা হচ্ছে না। প্রায় প্রতিটি ক্ষেত্রেই গ্রেপ্তার হচ্ছে এবং আমরা খুব দ্রুত কাজ করছি।”
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনা নিয়ে শফিকুল আলম বলেন, “গোপালগঞ্জের মানুষ এদেশেরই মানুষ, তাদের প্রতি সরকার কোনো বৈষম্য করবে না। কিন্তু যারা যারা সেদিন আইন নিজের হাতে তুলে নিয়েছে, যারা সহিংসতার সঙ্গে জড়িত ছিল, আমরা সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা করছি। গ্রেপ্তারও হচ্ছে।
“অনেকে বলছেন, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আমরা সাংবাদিকদের বলব, আপনারা গোপালগঞ্জে আসেন দেখেন, আমরা সবকিছু নিয়মতান্ত্রিকভাবেই আইনগতভাবে করছি।”
‘দ্য নেক্সট ওয়েভ’ প্রতিপাদ্যকে নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মত আয়োজিত ‘টেডএক্স কুমিল্লা ইউনিভার্সিটি’ অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হায়দার আলী, এসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেল এইচ খান, গায়ক আসিফ আকবর এবং সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজ উপস্থিত ছিলেন।