রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
শনিবার কক্সবাজারে এনসিপির সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘কুরুচিপূর্ণ’ বক্তব্যের প্রতিবাদে রোববার দুপুরে এই কর্মসূচি পালন করেন তারা।
রোববার বেলা ৩টার দিকে রাঙামাটি শহরের কাঁঠালতলী জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি ফারক আহমদ সাব্বির ও সাধারণ সম্পাদক আলী আকবর সুমন।
মিছিল শেষে সমাবেশে ছাত্রদল নেতা সাব্বির বলেন, “নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের কারণে এনসিপি নেতারা গতকাল কক্সবাজার থেকে ধাওয়া খেয়ে পালিয়েছেন। তার বক্তব্য একটি সভ্য রাজনৈতিক ও গণতান্ত্রিক রাষ্ট্রে কেউ আশা করে না।” তিনি জানান, সালাহউদ্দিন আহমদকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ বক্তব্যে রাঙামাটির ছাত্রসমাজ ক্ষুব্ধ হয়েছে।
এর আগে দুপুর ২টার দিকে এনসিপির নেতাকর্মীরা জুলাই পদযাত্রার অংশ হিসেবে রাঙামাটি শহরে সমাবেশ করে দ্রুত সভাস্থল ত্যাগ করে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।
ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ মঞ্চের দিকে যাওয়ার চেষ্টা করলে কাঁঠালতলী মোড়ে পুলিশ তাদের আটকে দেয়। এ সময় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং এনসিপির বিরুদ্ধে স্লোগান দেন। পরে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।
এ ছাড়া, শহরের বনরুপায় এনসিপির সমাবেশ শুরুর আগে সব ধরনের যানবাহন বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। এতে এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা শেষে ঘরে ফিরতে গিয়ে ভোগান্তিতে পড়েন।