উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ১৯

ঢাকা, ২১ জুলাই ২০২৫: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশির ভাগই স্কুলের শিক্ষার্থী।

আজ সোমবার (২১ জুলাই) বেলা ১টা ৬ মিনিটে বিমানটি ঢাকার কুর্মিটোলাস্থ বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে বিমানটি। ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি থেকে দূরে নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত বেলা ১টা ১৮ মিনিটে এটি উত্তরার মাইলস্টোন স্কুলের দোতলার একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়।

দুর্ঘটনায় পাইলট তৌকির ইসলামসহ অন্তত ১৯ জন নিহত হন এবং ১৬৪ জন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। বার্ন ইনস্টিটিউটে ভর্তি হওয়া আহতদের মধ্যে বেশির ভাগেরই বয়স ১৪–২০ বছরের মধ্যে এবং শরীরের ৬০–৭০ শতাংশ পুড়ে গেছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

উদ্ধারকাজে সেনাবাহিনী, বিমানবাহিনী, ফায়ার সার্ভিস, র‍্যাব, পুলিশ ও বিজিবির সদস্যরা অংশ নেন। ঘটনাস্থলে সেনাপ্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ সশস্ত্র বাহিনী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বাংলাদেশ সরকার আগামীকাল মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এদিন দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সকল ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করা হবে।

এ ছাড়া আহতদের চিকিৎসা ও নিখোঁজদের বিষয়ে খোঁজ নিতে একাধিক জরুরি হটলাইন নম্বর চালু করা হয়েছে।