গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৯ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৪৫ জনে এবং মারা গেছেন ৬৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এবং একজন চট্টগ্রাম বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জুলাই মাসে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৭ জন, যা এ বছর এখন পর্যন্ত সর্বাধিক। জুন মাসে মৃত্যু হয়েছিল ১৯ জনের। জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন এবং মে মাসে তিনজন মারা যান। মার্চে কোনো মৃত্যু হয়নি।
এ বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা জুলাই মাসে সর্বাধিক, ৮০৪৯ জন। জুনে ৫৯৫১ জন, জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১৭৭৩ জন রোগী ভর্তি হন।
গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে, ৮৯ জন। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৯০ জন, ঢাকা বিভাগে ৫৯ জন, ময়মনসিংহে ৯ জন, চট্টগ্রামে ৩৮ জন, রাজশাহীতে ৩০ জন এবং রংপুরে চারজন ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩১৬ জন, এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৮৭ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৯২৯ জন।
২০২৪ সালে দেশে ডেঙ্গুতে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ৫৭৫ জন। হাসপাতালে ভর্তি রোগীর হিসাবে এটি তৃতীয় সর্বোচ্চ এবং মৃত্যুর হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ।