নির্বাচনের আগে একদিনে বদলি ৭১ কর্মকর্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন সচিবালয়ের কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের রদবদল শুরু হয়েছে।

রোববার একদিনে ৭১ জন কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে একজন সহকারী সচিব পদমর্যাদার এবং বাকি ৭০ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা। এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদের ৩ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে।

এর আগে ১৫ জুলাই ৫১ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করা হয়। তারা ২৩ জুলাইয়ের মধ্যে অবমুক্ত হন।

এই নিয়ে দুই সপ্তাহে মোট ১২২ জন কর্মকর্তাকে বদলি করা হলো।

এর আগেও বছরের শুরুতে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর একদিনে ৬২ জন কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করা হয়। সেসময় বদলিকৃতদের মধ্যে উপজেলা, জেলা এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বা সমমর্যাদার কর্মকর্তারা ছিলেন।