বন্যপ্রাণী সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ‘ছাত্র বলয়’ গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনে জাতীয় বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি বলেন, “বৃক্ষমেলা শুধু গাছ বিক্রির স্থান নয়, এটি পরিবেশ সচেতনতা বৃদ্ধির এক মহৎ উদ্যোগ। এই মেলায় যারা অংশগ্রহণ করেছেন, তারা প্রকৃতির প্রতি ভালোবাসার শক্তিশালী বার্তা দিয়েছেন। বৃক্ষমেলায় অংশগ্রহণকারী পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা করে বন্যপ্রাণী সংরক্ষণে তাদের সম্পৃক্ত করে ‘ছাত্র বলয়’ গঠন করা হবে।”
সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, “অনেকে বিপন্ন ও দুর্লভ প্রজাতির গাছ এনেছেন, কেউ কেউ বিদেশি গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন—এসবই মানুষ ও প্রকৃতির মধ্যে বাস্তব সংযোগ তৈরি করেছে।”
তিনি জানান, বৃক্ষমেলার স্টল বরাদ্দে স্বচ্ছতা আনতে বিদ্যমান নীতিমালা পর্যালোচনা করা হচ্ছে এবং ভবিষ্যতে আরও জবাবদিহিমূলক ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজধানীর শেরেবাংলা নগরের পুরনো বাণিজ্য মেলার মাঠে শুক্রবার শুরু হয়ে তিন দিনব্যাপী এই জাতীয় বৃক্ষমেলা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নার্সারি অংশ নেয় এবং মোট ১৬ লাখ ৯১ হাজার ৪২৩টি চারা বিক্রি হয়, যার আর্থিক মূল্য ১৪ কোটি ৭৯ লাখ টাকা।