ভারতে পালানো আওয়ামী লীগ নেতাদের পুশইন না করার প্রশ্ন তুললেন রিজভী

ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের পুশইন না করার বিষয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার দুপুরে নয়া পল্টনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক আয়োজনে তিনি এ প্রশ্ন তোলেন।

রিজভী বলেন, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় প্রচুর বাঙালি মুসলমান বসবাস করে। তারা বাংলা ভাষায় কথা বলে এবং তাদের ধর্ম মুসলিম হলেও তারা ভারতীয় নাগরিক। অথচ তাদের জোর করে বাংলাদেশে পুশইন করা হচ্ছে। কিন্তু শেখ হাসিনাসহ আওয়ামী লীগের যেসব নেতারা ভারতে পালিয়ে গেছেন, তাদের পুশইন করা হচ্ছে না।

তিনি আরও বলেন, যেসব দুর্বৃত্ত ফ্যাসিস্টদের সহযোগী হয়ে ভারতে আশ্রয় নিয়েছে, তাদের কেন ফিরিয়ে আনা হচ্ছে না?

শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজিত এ মিলাদ মাহফিলে রিজভী বলেন, ধর্ম ও ভাষাগত কারণে ভারতীয় মুসলমানদের বাংলাদেশে পাঠানো হচ্ছে। অথচ বাংলাদেশ সরকার তাদের পুশব্যাক করছে না।

তিনি বলেন, আগে দেখা গেছে, পুশব্যাকের চেষ্টা হয়েছে। এখন কেন তা হচ্ছে না?

রিজভীর অভিযোগ, বাংলাদেশে ভারত তাদের পছন্দের সরকার চায়। জনগণ সে সরকার চায় কি না, তা তাদের কাছে গুরুত্বহীন। শেখ হাসিনা সেই মনোনীত শাসক—যার মাধ্যমে প্রভুত্ব বিস্তার করতে চায় ভারত।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের সঞ্চালনায় আয়োজিত এ মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল।

এছাড়া, দিনটি উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সকালে লক্ষ্মীপুরে শফিউল বারী বাবুর কবর জিয়ারত করেন এবং সেখানে আয়োজিত স্মরণসভায় অংশ নেন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রাজিব আহসান, সিনিয়র সহসভাপতি ইয়াসীন আলী, জেলা সভাপতি মহসিন কবির স্বপন ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদসহ অন্যান্য নেতারা।