খুলনার তেরখাদা উপজেলার কাগদী সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী মা মনসা দেবীর (অষ্টনাগ) পূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই ) সকাল ৮টায় পূজা শুরু হয়।
এদিন তেরখাদা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে শত শত ভক্ত কাগদী মন্দিরে উপস্থিত হয়ে দেবীর পূজা-অর্চনায় অংশ নেন। পূজাকে ঘিরে মন্দির প্রাঙ্গণজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
স্থানীয়দের মতে, কাগদী গ্রামের ওঝা কানাই লাল বালা দীর্ঘদিন ধরে সাপে কাটা রোগীদের ঝাড়ফুঁক করে আরোগ্য করে থাকেন। সারা বছর খুলনার বিভিন্ন উপজেলা থেকে অসংখ্য রোগী তার কাছে এসে সুস্থ হন। সুস্থ রোগীরা কৃতজ্ঞতা স্বরূপ প্রতি বছর অল্প কিছু অর্থ দিয়ে শ্রী শ্রী মা মনসা দেবীর পূজার আয়োজন করেন। ফলে এই পূজাটি স্থানীয়ভাবে ‘সাপে কাটা রোগীদের অষ্টনাগ পূজা’ নামেও পরিচিত।
প্রচণ্ড গরম ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ওঝা কানাই লাল বালা এ বছরও পূজাটি সফলভাবে সম্পন্ন করেন। দিনব্যাপী এই পূজায় ছিল ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা এবং ভক্তদের মিলনমেলা। পূজার পুরোহিত ছিলেন কানাই লাল বালা ও গোসাই রঞ্জিত মন্ডল। পূজায় সভাপতিত্ব করেন বলাই লাল বালা।
পূজা উপলক্ষে উপস্থিত ছিলেন হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক পরিমল কান্তি মন্ডল, পঞ্চ পল্লী আতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার বাইন, বি আর বি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিহার রঞ্জন বাইন, পলাশ বিশ্বাস, টুটুল বালা, বিশ্বজিৎ বালা, তুষার চিন্তাপাত্র, দীপক মন্ডলসহ আরও অনেকে।
দিনব্যাপী আয়োজনে উপস্থিত ভক্তদের উদ্দেশে ধর্মীয় বক্তব্য উপস্থাপন করেন শিক্ষকরা। পূজার মূল বার্তা ছিল—আস্থা, কৃতজ্ঞতা ও মনসা দেবীর প্রতি অগাধ বিশ্বাস।