টঙ্গীতে ড্রেনে নিঁখোজ নারীর লাশ ৩৭ ঘন্টা পর উদ্ধার 

গাজীপুর: গাজীপুর মহানগরীর টঙ্গীতে সিটি করপোরেশনের ড্রেনে পড়ে নারী নিখোঁজ হওয়ার ৩৭ ঘন্টা পরও লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০ টার দিকে টঙ্গী পূর্ব থানার বাশপট্রি এলাকা থেকে তার লাশ উদ্ধার হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ ফরিদুল ইসলাম সংবাদকে নিখোঁজ নারীর লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেন।
জানা যায়, রবিবার রাত ৮ টায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুটপাতে ঢাকনা খোলা ড্রেনে পড়ে নিঁখোজ হয় এক নারী। এরপর ঘটনাস্থলে নিঁখোজ নারীর চাচাতো বোন শুকতারা ইসলাম ঐশি দাবী করেন, নিখোঁজ নারী ফারিয়া তাসনিম জোতি(৩২) চুয়াডাঙ্গা সদর থানার বাগান পাড়া গ্রামের মৃত ও‌লিউল্লাহ আহ‌ম্মেদ বাবলুর মে‌য়ে। জোতি মিরপুরে বসবাস করে নিকুঞ্জ এলাকার ম‌নি‌ট্রেডিং ক‌র্পো‌রেশনে ন‌্যাশনাল সেল্স ম‌্যা‌জেজার হি‌সে‌বে কর্মরত ছি‌লেন।গতকাল টঙ্গীতে একটি অফিসিয়াল ভিজিটে এসে সিটিকরপোরেশনের ঢাকনা খোলা ড্রেনে পড়ে নিঁখোজ হয়। রা‌তে ফেসবুক ও বি‌ভিন্ন ‌টি‌ভি চ‌্যা‌নে‌লের মাধ‌্যমে জান‌তে পা‌রি ওই এলাকায় একজন নারী ম‌্যান‌হো‌লে প‌রে যায়। তারপর আমা‌দের প‌রিবারের লোকজন তার মোবাইল নম্ব‌রে যোগা‌যোগ ক‌রে পাওয়া যা‌চ্ছেনা। তার ফোন‌টি বন্ধ পাওয়া যায়। এরপর অ‌নেক খোজাখু‌জি ক‌রে আজ হো‌সেন ম‌া‌র্কেট এসে জান‌তে পা‌রি একজন নারী ম‌্যান‌হো‌লে প‌রে গে‌ছে। তিনি দাবী করেন, নিঁখোজ নারী তার বোন জোতি।
এদিকে গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টায় স্থানীয় জনতা উদ্ধার অভিযানে থাকা ফায়ার সার্ভিসের লোকজনকে হুমকি দিয়ে মহাসড়ক অবরোধ করে। এরপর ফায়ার সার্ভিস চলে যায়। রাত সাড়ে ৮ টা পর্যন্ত অবরোধ চলে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম সংবাদকে বলেন, লাশ উদ্ধার হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি)  ইসকান্দার হাবিবুর রহমান সংবাদকে বলেন, নিঁখোজ নারীর লাশ টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে উদ্ধার হয়েছে।