চট্টগ্রামে যুবলীগকর্মীকে গ্রেপ্তার: হত্যাসহ বিভিন্ন মামলায় জড়িত থাকার অভিযোগ

চট্টগ্রাম, অক্টোবর ২৮ :  চট্টগ্রামে বেশ কয়েক রাউন্ড গুলি সহ এক যুবলীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ জানিয়েছেন, মঙ্গলবার রাতে সরকারি কমার্স কলেজ এলাকা থেকে নুরুল মোস্তফা টিপু (৫০) নামের ওই যুবলীগকর্মীকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, টিপুর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি এবং বৈষম্যবিরোধী অন্দোলনে হামলার ঘটনায় বেশ কিছু মামলা রয়েছে।

ওসি জানান, “টিপুকে বেশ কিছুদিন ধরে পুলিশ খুঁজছিল। তবে তিনি আত্মগোপনে ছিলেন। রাতে আমরা জানতে পারি তিনি কমার্স কলেজ সংলগ্ন একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থান করছেন। এরপর পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে।’’

অভিযানে টিপুর কাছ থেকে শর্টগান, নাইন এমএমসহ বিভিন্ন ধরনের অস্ত্রের বেশকিছু গুলি উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, “টিপুকে থানায় নিয়ে এসেছি। তার বিরুদ্ধে মোট কয়টি মামলা আছে, সেগুলো খোঁজ নেওয়া হচ্ছে।’’