টনি ক্রুসের সমর্থনে ভিনিসিউস, বদলির পর আচরণ নিয়ে সমালোচনার উত্তাপ

সান্তিয়াগো বের্নাবেউয়ে গত রোববার রোমাঞ্চে ভরা ক্লাসিকোতে রেয়াল মাদ্রিদ বার্সেলোনাকে ২-১ গোলে পরাজিত করেছে। ম্যাচের পুরো সময় ভিনিসিউস জুনিয়র মাঠে ছিলেন এবং কোনো গোল বা অ্যাসিস্ট না করতে পারলেও খেলায় ভালো ছাপ রেখেছেন।

তবে ম্যাচের ৭২তম মিনিটে রেয়াল কোচ শাবি আলোন্সো ভিনিসিউসকে তুলে আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোকে নামান। বদলির মুহূর্তে ভিনিসিউস প্রথমে ইশারায় জিজ্ঞেস করেন, ‘তাকেই তো নামানো হচ্ছে?’ এরপর চিৎকার করে ও হাসি দিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে সরাসরি টানেল দিয়ে মাঠ ছাড়েন।

এই ঘটনার পর তার পাশে দাঁড়ান রেয়ালের সাবেক মিডফিল্ডার টনি ক্রুস। নিজের পডকাস্টে ক্রুস বলেন, “ভিনিসিউসকে শাস্তি বা সমালোচনা করা উচিত নয়। আমারও কখনো বদলি হিসেবে মাঠ ছাড়তে ভালো লাগেনি, তবে আমি কখনো সরাসরি ড্রেসিং রুমে চলে যাইনি। বাইরে থেকে সবকিছুর বিচার করা যায়, কিন্তু যারা ৮০ হাজার দর্শকের সামনে ক্লাসিকোয় খেলেছে, তাদের ছাড়া কেউ আসল পরিস্থিতি বুঝতে পারবে না। যারা ভিনিসিউসকে সমালোচনা করছে, তারা মুহূর্তটি কল্পনাও করতে পারবে না। কিছুক্ষণ পর হয়তো সে ভাববে, ‘আমার রাগ আরও নিয়ন্ত্রণ করা উচিত।’ এটা আদর্শ বার্তা দেয় না, তবে ওখানে আবেগের মাত্রা অন্যরকম ছিল।”

ভিনিসিউস পরে বেঞ্চে ফিরে আসেন। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের হাত মেলানোর সময়ও তিনি উপস্থিত ছিলেন। তবে বার্সেলোনা ফরোয়ার্ড লামিনে ইয়ামালের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ার কারণে ভিনিসিউস হলুদ কার্ড পান।

রেয়াল কোচ শাবি আলোন্সো ম্যাচ শেষে ভিনিসিউসের পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করেন। একই সঙ্গে তিনি জানান, এই ফুটবলারের আচরণ নিয়েও তিনি কথা বলবেন।