উখিয়ায় পিস্তলের গুলিসহ রোহিঙ্গা যুবক আটক করেছে বিজিবি

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে পাঁচ রাউন্ড পিস্তলের গুলিসহ মো. আমিন (১৮) নামের এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৪ আগস্ট) বিকেলে হোয়াইক্যং বিওপির সামনে এ অভিযান চালানো হয়।

বিজিবির উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসি জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত গোয়েন্দা নজরদারি ও টহলের অংশ হিসেবে হোয়াইক্যং বিওপির ওবিএম পোস্ট সংলগ্ন এলাকায় একজন সন্দেহভাজন ব্যক্তিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালানো হলে তার ব্যাগ থেকে ৯ মিমি পিস্তলের ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক মো. আমিন কক্সবাজারের উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং আমির হাকিমের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, গুলিগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

বিজিবি জানায়, আটক রোহিঙ্গার বিরুদ্ধে টেকনাফ থানায় নিয়মিত মামলা দায়ের ও গুলি হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।