গাজীপুরে রেস্তোরাঁয় পিস্তল হাতে কিশোর গ্যাং নেতার খুনসুটির ভিডিও ভাইরাল

গাজীপুরের শ্রীপুরে একটি রেস্তোরাঁয় পিস্তল হাতে নিয়ে তরুণ-তরুণীর খুনসুটির দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, খাবার টেবিলের পাশে বসে থাকা এক তরুণী ও এক তরুণ পরস্পরের দিকে পিস্তল তাক করে খেলাচ্ছলে আচরণ করছেন।

তরুণের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ—তিনি সাজ্জাদ হোসেন মোড়ল আলিফ (১৮), যিনি স্থানীয়ভাবে কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

ভাইরাল ভিডিওর খুঁটিনাটি

ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৩১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি রেস্তোরাঁয় চেয়ারে বসে সাজ্জাদ হোসেন এক তরুণীর হাতে রুপালি রঙের একটি পিস্তল তুলে দিচ্ছেন। তরুণী সেটি হাতে নিয়ে সাজ্জাদের দিকে তাক করেন, আর সাজ্জাদ আঙুলের অঙ্গভঙ্গিতে গুলি করার ভঙ্গি করেন। তাদের সামনের কোনো ব্যক্তি তাদের জ্ঞাতসারেই ভিডিওটি ধারণ করেছেন বলে অনুমান করা হচ্ছে।

সাজ্জাদের পরিচয় ও অতীত কর্মকাণ্ড

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাজ্জাদ হোসেন মোড়ল শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার ইলেকট্রিক মিস্ত্রি আজাহারুল মোড়লের ছেলে। কিছুদিন আগে শ্রীপুর থানা-পুলিশ তাকে অপহরণ ও চাঁদাবাজির একটি মামলায় গ্রেপ্তার করে। বর্তমানে তিনি গাজীপুর জেলা কারাগারে রয়েছেন।

স্থানীয়দের ভাষ্যমতে, সাজ্জাদ এলাকায় ‘কিশোর গ্যাং লিডার’ হিসেবে পরিচিত এবং একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন,

“ভিডিওটি পুরোনো। সাজ্জাদকে আমরা অপহরণ ও চাঁদাবাজির মামলায় কিছুদিন আগে গ্রেপ্তার করেছি। তবে তাঁর কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি।”

তিনি আরও বলেন,

“ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাওয়া বস্তুটি আসল পিস্তল, নাকি খেলনা—তা যাচাই না করে নিশ্চিত করে বলা যাবে না। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি।”

নিরাপত্তা ও সচেতনতায় উদ্বেগ

এ ধরনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় অভিভাবক ও স্থানীয়দের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন—অপরাধে জড়িত উঠতি বয়সী তরুণরা কীভাবে এমন অস্ত্র বা অস্ত্র সদৃশ বস্তু হাতে পাচ্ছে? আর এসব ভিডিও কি অপরাধপ্রবণতা উসকে দিচ্ছে না?