বিমানবন্দর স্টেশনে চীনা নাগরিকের আকুতির ভিডিও ভাইরাল, অভিযোগ না পেয়ে ‘ভিডিও সূত্রে তদন্ত’ শুরু পুলিশের

ঢাকা, ১০ আগস্ট: রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে এক চীনা নাগরিকের হাঁটু গেড়ে বসে মোবাইল ফোন ফেরত চাওয়ার আকুতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শনিবার (৯ আগস্ট) দিনদুপুরে ঘটে যাওয়া এই ঘটনাটি নিয়ে নেটিজেনদের মধ্যে সমালোচনা ও আলোচনা চলছে।

পুলিশ জানায়, ভিডিওটি দেখে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি চীনের নাগরিক। তিনি বিভিন্ন সময় ট্রেনের ছাদে উঠে ভ্লগ বা ভিডিও করতেন। এ বিষয়ে তাকে এবং অন্য বিদেশিদের আগেও বহুবার সতর্ক করা হয়েছিল। শনিবার তিনি ট্রেনের ছাদে দৃশ্য ধারণের সময় মোবাইল ফোন হারান। পরে ট্রেন থেকে নেমে স্টেশনের প্ল্যাটফর্মে হাঁটু গেড়ে বসে ট্রেনের ছাদে থাকা কিছু মানুষের উদ্দেশে মোবাইল ফেরত দেওয়ার আহ্বান জানান। ঘটনাটি মাত্র নয় সেকেন্ডের ভিডিওতে ধারণ হয়ে ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, “আমরা ভিডিও দেখে বিষয়টি জেনেছি। ভুক্তভোগী বা অন্য কেউ কোনো লিখিত বা মৌখিক অভিযোগ করেননি। ধারণা করছি, তিনি ঘটনার পর দেশ ছেড়ে চলে গেছেন। তিনি যদি সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হতেন, বিষয়টি সমাধান করা সহজ হতো।”

তিনি আরও জানান, “আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছি। ভিডিওতে যাদের দেখা গেছে, তাদের শনাক্তের কাজ চলছে।”

এ ঘটনায় রেলওয়ে পুলিশ ‘স্বপ্রণোদিত হয়ে’ তদন্ত শুরু করেছে এবং কমলাপুর থেকে বিমানবন্দর রেলস্টেশন পর্যন্ত অতিরিক্ত ‘ক্রস পেট্রোলিং’ চালু করেছে।

ভিডিওটি শেয়ার করে নেটিজেনদের কেউ কেউ মোবাইল উদ্ধারে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন, আবার কেউ সতর্ক না থাকার জন্য ওই বিদেশিকে দায়ী করেছেন। তবে এ ধরনের ঘটনা বিদেশি নাগরিকের নিরাপত্তা ও দেশের ভাবমূর্তি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।