খিলগাঁওয়ে ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

ঢাকার খিলগাঁও ভূইয়াপাড়ায় একটি ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাজন ইসলাম দীপু (২৫) ভোলার চরফ্যাশন উপজেলার কালিয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সিরাজ ইসলাম।

শনিবার বেলা ১১টার দিকে ভূইয়াপাড়া হাজী গলির একটি (১৯৪/এ) বাসা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ইন্দ্রমোহন।

২৫ বছর বয়সী দীপু নিরাপত্তাকর্মী হিসেবে ওই বাসাতেই থাকতেন। এসআই ইন্দ্রমোহন বলেন, “দীপুর মাথার পেছনে আঘাত রয়েছে। নাক রক্তাক্ত ছিল। আইনি প্রক্রিয়া শেষে বেলা সাড়ে ১২টার দিকে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

এটি হত্যাকাণ্ড কিনা, তা তদন্তসাপেক্ষে নিশ্চিত করা হবে বলে জানান তিনি।