আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রেপ্তার হওয়া সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলা কর্মকর্তা এ কে এ এম মাসুম।
তিনি বলেন, “মোশাররফ হোসেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। বিকেলে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে তাকে হাসপাতাল থেকেই মুক্তি দেওয়া হয়েছে।”
ঢাকা ও চট্টগ্রামে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। সর্বশেষ পল্টন থানার একটি মামলায় জামিন পেয়ে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। গত ৫ অগাস্ট মধ্যরাতে বার্ধক্যজনিত রোগে গুরুতর অসুস্থ হলে তাকে কারা হাসপাতাল থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। জামিনের পর তার প্রহরায় থাকা কারা রক্ষীদের সরিয়ে নেয়া হয়েছে।
ছাত্র-গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর পর ২৭ অক্টোবর মিরসরাইয়ের সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেনকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে এমপি হন। ১৯৭২ সালে তিনি সংবিধান প্রণেতাদের একজন ছিলেন। বিভিন্ন সময়ে তিনি সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। চলতি বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হয়েছেন তার ছেলে মাহবুব রহমান রুহেল।