কাল্লাস: ইউক্রেইনের জন্য ভূমি ছাড় প্রস্তাব মানলে পুতিনের ফাঁদে পড়া হবে

ইইউ কূটনীতিক কায়া কাল্লাস বলেছেন, ইউক্রেইন যদি শান্তি চুক্তির জন্য রাশিয়াকে কোনো ভূখণ্ড ছেড়ে দেয়, তা হবে পুতিনের পরিকল্পিত ফাঁদ। তিনি বলেন, আগ্রাসন চালানো দেশকে পুরষ্কৃত করা ঠিক হবে না।

সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, “রাশিয়া এখন পর্যন্ত কোনো ছাড় দেয়নি। তারা অন্য দেশে নৃশংস হামলা চালাচ্ছে এবং মানুষ হত্যা করছে।” কাল্লাস রুশ দাবির বিপরীতে বললেন, ডনবাস ছাড়ার প্রশ্নই ওঠে না এবং ইউক্রেইনের জন্য শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

কাল্লাস আরও বলেন, কোয়ালিশন অব দ্য উইলিং রাষ্ট্রগুলোকে নির্ধারণ করতে হবে তারা কী অবদান রাখতে পারে, তবে বাহিনী কার্যকর হবে কীভাবে তা এখনো স্পষ্ট নয়।

হোয়াইট হাউজে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের বৈঠক এবং আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠকের প্রভাবও কাল্লাস তুলে ধরেন। তিনি জানান, পুতিন বৈঠকে তার চাওয়াটা পেয়েছেন এবং যুদ্ধ থামাচ্ছেন না।

ইইউ ইতোমধ্যেই ১৯তম নিষেধাজ্ঞার প্যাকেজ প্রণয়ন করেছে। ট্রাম্প দুই সপ্তাহের মধ্যে শান্তি আলোচনার ফলাফল জানার আশা প্রকাশ করেছেন। জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে বৈঠক এড়িয়ে যাচ্ছে এবং পশ্চিমা মিত্রদের সাত থেকে ১০ দিনের মধ্যে নিরাপত্তা কাঠামো চূড়ান্ত করার আহ্বান জানান।