রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসাইন পদত্যাগ করেছেন।

শনিবার দুপুরে তিনি উপাচার্য সালেহ হাসান নকীবের কাছে পদত্যাগপত্র জমা দেন।

অধ্যাপক আমজাদ হোসাইন বলেন, “আমি ওইদিনই (২০ অগাস্ট, পিএসসি সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার পর) পদত্যাগ করেছি। তবে উপাচার্য রাজশাহীর বাইরে থাকায় পদত্যাগপত্র জমা দিতে পারিনি। আজ সেটি জমা দিয়েছি।”

উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দিন বলেন, “প্রধান নির্বাচন কমিশনার পিএসসিতে যোগদান করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিগগির নতুন কাউকে নিয়োগ দেবে।”

গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে অধ্যাপক এম. আমজাদ হোসেনকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য পদে দায়িত্ব দেওয়া হয়।