চলনবিলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নির্মাণে পরিবেশগত ঝুঁকি

চলনবিলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পরিবেশগত ঝুঁকির কথা তুলে ধরে বিকল্প স্থানে ক্যাম্পাস নির্মাণের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

সংগঠনটির দাবি, চলনবিলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে প্রাণ-প্রকৃতি ও পরিবেশ নষ্ট হবে। জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে, পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে এবং স্থানীয় মানুষের জীবনযাত্রার ওপর বিরূপ প্রভাব পড়বে।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে চলনবিলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণ না করার আহ্বান জানান বাপা ও পরিবেশ রক্ষা আন্দোলনের কর্মীরা।

বাপার যুগ্ম সম্পাদক ও ‘চলনবিল রক্ষা আন্দোলন’-এর সদস্য সচিব এস এম মিজানুর রহমান বলেন, “চলন বিলের একদিকে পদ্মা, অন্যদিকে যমুনা। বর্ষাকালে এ দুই নদীর কূল উপচানো পানি এ বিলে সঞ্চিত হয়। ফলে বন্যার প্রকোপ হ্রাস পায়। শীতকালে বিলের পানি নদীতে গড়ায় এবং প্রবাহ বৃদ্ধিতে সহায়তা করে। তীরবর্তী পদ্মা ও যমুনা ছাড়া এ বিলের অভ্যন্তরে রয়েছে আত্রাই, বড়াল, নন্দকুজা, গুমানীসহ ৪৭টি নদী, ১৬৩টি বিল, ৩০০টির বেশি খাল, ১ লাখ ২০ হাজার পুকুর এবং কয়েকটি বড় বড় পাথার। এইসব নদী, খাল, পাথার, দীঘি, পুকুরের সমাহারে চলনবিলে যে পানির সমাবেশ, সেটাই এই বিলের প্রাণ-প্রকৃতির উৎস ও সৌন্দর্য।

“প্রায় ১০৫ প্রজাতির দেশি মাছ, ৩৪ প্রজাতির সরীসৃপ, ২৭ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, সাত প্রকারের উভয়চর প্রাণী, ৩৪ প্রজাতির পাখি, অসংখ্য প্রকারের জলজ ও স্থলজ উদ্ভিদ এবং জলজ প্রাণীর উপস্থিতিসহ জীববৈচিত্র্যময় এই চলনবিল শুধু উত্তরাঞ্চলের জন্য নয়, সারা দেশেরই অমূল্য সম্পদ।”

তিনি আরও বলেন, “প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চলনবিলের ওপর প্রায় এক কোটির বেশি মানুষ নির্ভর করে। সুতরাং এখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে পুরো জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে, পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে এবং স্থানীয় জনসাধারণের জীবনযাত্রার উপর বিরূপ প্রভাব পড়বে।”

‘নাগরিক উদ্যোগ’-এর নির্বাহী প্রধান জাকির হোসেন বলেন, “বিদেশি প্রতিষ্ঠানের নামে দেশে অনেক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু দেশের বিখ্যাত মনীষীদের নামে বিশ্ববিদ্যালয় তুলনামূলক কম। রবীন্দ্রনাথ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় নির্মাণ করা আমাদের প্রাণের দাবি; বরং এটি আরও আগেই হওয়া উচিত ছিল। কিন্তু কোনোভাবেই দেশের প্রাণ-প্রকৃতি ও পরিবেশ বিনষ্ট করে নয়।

“পরিবেশ উপদেষ্টা একজন আজীবন পরিবেশ কর্মী, তাই আমরা বিশ্বাস করতে চাই তিনি চলনবিলকে ধ্বংস করে নয় বরং বিকল্প স্থানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নির্মাণ করে দেশের পরিবেশ রক্ষায় তার অঙ্গীকার পালন করবেন।”

বাপার সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি নিজে একজন আইনের শিক্ষক হয়ে কীভাবে আইন ভঙ্গ করতে পারেন। বুড়ি পোতাজিয়াতে ১০০ একর জমি বালু দিয়ে ভরে নদীকে সংকুচিত করার পরিকল্পনা স্পষ্টই আদালতের নদী বিষয়ক রায়ের বিরোধী এবং ২০১৩ সালের পানি আইনের সঙ্গে সাংঘর্ষিক। কারণ এই আইনের ২০ নম্বর ধারা পরিষ্কারভাবে পানির প্রবাহ বাধাগ্রস্তকারী কাঠামো নির্মাণের বিরুদ্ধাচারণ করে।”

‘রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার’ (আরডিআরসি)-এর গবেষণা কর্মকর্তা হুমায়ুন কবির কাজল বলেন, “চলনবিলকে রক্ষা করেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে হবে, এটি ধ্বংস করে নয়। কোনো চাপের মুখে চলনবিলে কোনো ধরনের অবকাঠামো নির্মাণের অনুমোদন যেন না দেওয়া হয়।”

সংবাদ সম্মেলনে অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আরও আগেই করা উচিত ছিল, আমরা এই বিশ্ববিদ্যালয় চাই, কিন্তু কোনোভাবেই চলনবিল ধ্বংস করে দেশের সর্ববৃহৎ গোচারণ ভূমি বিনষ্ট করে নয়। এই চলনবিলের সঙ্গে লাখ লাখ মানুষের জীবন-জীবিকা নির্ভরশীল। দেশের মাছ ও দুধের চাহিদার একটি বড় অংশ এ বিল থেকে আসে।

“আমরা আশা করি সরকার আমাদের এই যৌক্তিক দাবির সঙ্গে একমত হয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য বিকল্প স্থান নির্ধারণ করবেন।”

বাপার সঙ্গে নাগরিক উদ্যোগ ও আরডিআরসিসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন যৌথভাবে এ সংবাদ সম্মেলন আয়োজন করে।