সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুনের দায় স্বীকার, ট্রাইব্যুনালে জবানবন্দি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের দায় স্বীকার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ জবানবন্দি দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি শহীদ পরিবারের কাছে, আহত ব্যক্তি, দেশবাসী এবং ট্রাইব্যুনালের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

আজ মঙ্গলবার তিনি ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ হিসেবে জবানবন্দি দেন। গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে আসামি ছিলেন তিনি। দোষ স্বীকার করে নেওয়ার পর তিনি এখন এ মামলার ৩৬তম সাক্ষী।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, “আমি সাড়ে ৩৬ বছর পুলিশে চাকরি করেছি। পুলিশের চাকরি সবসময়ই জটিল। বারবার অভিযোগ আসে। কিন্তু আমার কর্মজীবনে কখনো অভিযোগ আসেনি। মানবিকতা ও সচেতনতার সঙ্গে দায়িত্ব পালন করেছি। চাকরিজীবনের শেষ সময়ে এত বড় গণহত্যা সংঘটিত হয়েছে, তার দায় আমি নিচ্ছি।”

তিনি উল্লেখ করেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্দেশে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ সময় তিনি বলেন, “আমি প্রত্যেক শহীদের পরিবার, আহত ব্যক্তিবর্গ, দেশবাসী এবং ট্রাইব্যুনালের কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে দয়া করে ক্ষমা করবেন।”

সাবেক আইজিপি আরও বলেন, “আমার সত্য ও পূর্ণ বর্ণনার মাধ্যমে যদি সত্য উদ্‌ঘাটিত হয়, তবে আল্লাহ যদি আমাকে আরও হায়াত দান করেন, বাকিটা জীবন কিছুটা হলেও অপরাধবোধ থেকে মুক্তি পাব।”