সহিংস বিক্ষোভে কাঠমান্ডু বিমানবন্দর বন্ধ, ঢাকায় ফিরল বিমানের ফ্লাইট

সহিংস বিক্ষোভের কারণে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অনুকূল পরিস্থিতি না থাকায় বিমানের একটি ফ্লাইট কাঠমান্ডু গিয়েও সেখানে নামার অনুমতি পায়নি। পরে সেটি ঢাকায় ফিরে আসে।

ত্রিভুবন বিমানবন্দরে সবরকম উড়োজাহাজ উঠানামা বন্ধ করে দেওয়ায় ঢাকা থেকে কাঠমান্ডুগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। একই কারণে কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার ফ্লাইটও বাতিল হয়েছে।

মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো কাটমান্ডুতে বিক্ষোভ শুরু হওয়ার পর তা সহিংসতায় রূপ নিলে সেখানে আটকা পড়েছেন বাংলাদেশের অনেকে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর বলেন, “বেলা সাড়ে ১২টার দিকে সময়সূচি অনুযায়ী বিমানের ফ্লাইটটি যাত্রীদের নিয়ে ঢাকা ত্যাগ করে। কিন্তু ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ সেটিকে ল্যান্ডিংয়ের অনুমতি দেয়নি। সেটি আবার ঘুরে এসে ঢাকায় অবতরণ করেছে।”

যার ফলে ঢাকা থেকে কাঠমান্ডুগামী ফ্লাইট (বিজি ৩৭১) ও কাঠমুন্ডু থেকে ঢাকার ফ্লাইট (বিজি ৩৭২) বাতিল করা হয়েছে। ঢাকা থেকে কাঠমান্ডুগামী ফ্লাইটের ১১৪ জন যাত্রীকে ও কাঠমান্ডু থেকে ঢাকায় আসার ফ্লাইটের ৯৬ জন যাত্রীকে হোটেলে রাখার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান বিমানের মুখপাত্র রওশন কবীর।

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র স্কোয়াড্রন লিডার মো. মাসুদ এক বার্তায় জানান, শুধু বিমানই নয়, নেপালের উদ্ভূত পরিস্থিতির কারণে কাঠমান্ডুগামী হিমালয়া এয়ারলাইন্সের ফ্লাইটও বাতিল করা হয়েছে। আর কাঠমান্ডুগামী বিমানের ফ্লাইট ঢাকায় ‘ডাইভার্ট’ করা হয়েছে।