প্রতিযোগিতামূলক লড়াইয়ের মধ্যেও উৎসবমুখর পরিবেশে শেষ হলো ডাকসু নির্বাচন

কিছু অভিযোগ থাকলেও উৎসব ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ — ডাকসুর ভোট। প্রার্থীরা পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। তবে ভোটে বড় কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি। এখন ফলের অপেক্ষায় সবাই।

সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়।

আটটি কেন্দ্রে অনুষ্ঠিত এ ভোটের ব্যালট গণনা করা হবে ১৪টি মেশিনে। এগুলোর কোনোটির স্ক্যান করার গতি ঘণ্টায় ৫০০০, আবার কোনোটির ৮০০০ পাতা। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে ভোটের ফল ঘোষণা করা হবে।

ডাকসু ও হল সংসদের প্রতিনিধি নির্বাচনে শিক্ষার্থীরা ছয় পৃষ্ঠার ওএমআর শিটের ব্যালট পেপারে রায় দিয়েছেন।

উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বেলা ৩টার দিকে সিনেট ভবন কেন্দ্র পরিদর্শনে গিয়ে বলেন, ইতোমধ্যে বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট সংগ্রহ হয়েছে। তবে শেষ পর্যন্ত কত ভোট পড়েছে সে হিসাব এ প্রতিবেদন লেখার সময় পাওয়া যায়নি।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন; ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫

জন ভোটার।

ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী মোট ৪৭১ জন। প্রতি হল সংসদে ১৩টি করে মোট পদের সংখ্যা ২৩৪টি। ১৮টি হলে এসব পদে ভোটের লড়াইয়ে ছিলেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।