ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে চারটি হলের ভোট গণনার প্রাথমিক ফলাফলের ভিত্তিতে ভিপি পদে ইসলামী ছাত্রশিবিরের প্রার্থী সাদিক কায়েম এগিয়ে আছেন।
ভোটের ফলাফল হলো:
- একুশে হল: সাদিক কায়েম ৬৪৪, আবিদুল ইসলাম ১৪১, উমামা ফাতেমা ৯০ ভোট।
- শহিদুল্লাহ হল: সাদিক কায়েম ৬০০, আবিদুল ইসলাম ১০০ ভোট।
- সুফিয়া কামাল হল: সাদিক কায়েম ১২৭০, আবিদুল ইসলাম ৪২৩, উমামা ফাতেমা ৫৪৭ ভোট।
- ফজলুল হক মুসলিম হল: সাদিক কায়েম ৮৪১, আবিদুল ইসলাম ১৮১, উমামা ফাতেমা ১৫৩ ভোট।