ডাকসু নির্বাচন: চার হলেই ভিপি পদে এগিয়ে ইসলামী ছাত্রশিবিরের সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে চারটি হলের ভোট গণনার প্রাথমিক ফলাফলের ভিত্তিতে ভিপি পদে ইসলামী ছাত্রশিবিরের প্রার্থী সাদিক কায়েম এগিয়ে আছেন।

ভোটের ফলাফল হলো:

  • একুশে হল: সাদিক কায়েম ৬৪৪, আবিদুল ইসলাম ১৪১, উমামা ফাতেমা ৯০ ভোট।
  • শহিদুল্লাহ হল: সাদিক কায়েম ৬০০, আবিদুল ইসলাম ১০০ ভোট।
  • সুফিয়া কামাল হল: সাদিক কায়েম ১২৭০, আবিদুল ইসলাম ৪২৩, উমামা ফাতেমা ৫৪৭ ভোট।
  • ফজলুল হক মুসলিম হল: সাদিক কায়েম ৮৪১, আবিদুল ইসলাম ১৮১, উমামা ফাতেমা ১৫৩ ভোট।