বাগেরহাটে তিনদিনের সকাল-সন্ধ্যা হরতালে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা আগামী তিনদিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতালে ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে। ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক ও সর্বদলীয় সম্মিলিত কমিটির সহ-সমন্বয়ক এম এ সালাম।

তিনি বলেন, ব্যবসায়ীদের সঙ্গে সর্বদলীয় সম্মিলিত কমিটির জরুরি সভার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাগেরহাটের সড়ক ও মহাসড়কগুলোতে যান চলাচল বন্ধ থাকবে।

ব্যবসা প্রতিষ্ঠানকে হরতালের আওতামুক্ত রাখার সিদ্ধান্তে খুশি ব্যবসায়িরাও। বাগেরহাটের পোশাক ব্যবসায়ী মাহবুবুল আলম কাজল বলেন, আসন পুনর্বহালের দাবিতে সংহতি প্রকাশ ও সমর্থন দিয়ে টানা হরতালে দোকানপাট বন্ধ রাখে ব্যবসায়ীরা। তবে দফায় দফায় হরতালে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রতিদিন লক্ষ লক্ষ টাকার লোকসান হচ্ছে।

তিনি আরও বলেন, “এভাবে চললে ব্যবসায়ীরা ব্যবসা বাঁচাবে কী করে। তাই আমরা কিছুটা আর্থিক ক্ষতি পোষাতে শুক্রবার ছুটির দিনে দোকান খুলি। হরতালে ব্যবসা প্রতিষ্ঠানকে বাইরে রাখার জন্য সর্বদলীয় সম্মিলিত কমিটিকে আহ্বান জানিয়েছিলাম।”

তিনি জানান, ব্যবসায়ীদের আহ্বানে সাড়া দিয়ে সর্বদলীয় সম্মিলিত কমিটি শুক্রবার রাতে জরুরি সভা করে আগামী সোম থেকে বুধবার পর্যন্ত তিনদিন ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্তে ব্যবসায়ীরা খুশি হয়েছে।

সম্প্রতি নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে একটি কমিয়ে তিনটি আসন চূড়ান্ত করে গেজেট প্রকাশ করেছে। জেলার রামপাল ও মোংলা উপজেলা নিয়ে গঠিত তিন নম্বর সংসদীয় আসনটি ভেঙে বাগেরহাট-২ ও চার নম্বর আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে।

এর প্রতিবাদে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে গড়ে ওঠা সর্বদলীয় সম্মিলিত কমিটি টানা হরতাল, অবরোধ ও ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে।