জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা, ভিপি, জিএস ও এজিএস পদে বিজয়ীদের তালিকা প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি), জেনারেল সেক্রেটারি (জিএস) এবং সহকারী জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়। নিচে হলভিত্তিক বিজয়ীদের বিবরণ দেওয়া হলো।

আল বেরুনী হলে ভিপি পদে রিফাত আহমেদ শাকিল জয়লাভ করেছেন। জিএস পদে বিজয়ী হয়েছেন মুনতাসির বিল্লাহ খান এবং এজিএস পদে সাদমান হাসান খান নির্বাচিত হয়েছেন।

নওয়াব ফয়জুন্নেসা হলে ভিপি পদে বুবলী আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, যিনি মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। জিএস পদে সুমাইয়া খানম জয় পেয়েছেন। এই হলে এজিএস পদে কোনো প্রার্থী নির্বাচিত হননি।

জাহানারা ইমাম হলে ভিপি পদে মোছা. মাহমুদা খাতুন, যিনি গণিত বিভাগের শিক্ষার্থী, বিজয়ী হয়েছেন। জিএস পদে রিজওয়ানা বুশরা, পাবলিক হেলথ বিভাগের শিক্ষার্থী, জয়লাভ করেছেন। এজিএস পদে দুজন সমান ভোট পাওয়ায় জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রথম ছয় মাসের জন্য লামিয়া জান্নাত এবং পরের ছয় মাসের জন্য সাদিয়া খাতুন নির্বাচিত হয়েছেন।

১০ নম্বর ছাত্র হল (বঙ্গবন্ধু শেখ মুজিব) হলে ভিপি পদে আসিফ মিয়া, সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী, জয় পেয়েছেন। জিএস পদে মো. মেহেদী হাসান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী, বিজয়ী হয়েছেন। এজিএস পদে মো. নাদিম মাহমুদ নির্বাচিত হয়েছেন।

১৫ নম্বর ছাত্রী হলে ভিপি পদে মোছা. শারমিন রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জিএস পদে মেহনাজ মোহনা এবং এজিএস পদে মোছা. শাহানা আক্তার জয়লাভ করেছেন।

শহীদ সালাম-বরকত হলে ভিপি পদে মারুফ হোসেন, রসায়ন বিভাগের শিক্ষার্থী, জয় পেয়েছেন। জিএস পদে মো. মাসুদ রানা, ইতিহাস বিভাগের শিক্ষার্থী, এবং এজিএস পদে আবরার আজিম ভূঁইয়া বিজয়ী হয়েছেন।

বেগম সুফিয়া কামাল হলে ভিপি পদে জান্নাতুল নাঈম জেরিন এবং জিএস পদে রুবিনা জাহান জয়লাভ করেছেন। এজিএস পদে সুমাইয়া আক্তার নির্বাচিত হয়েছেন।

মওলানা ভাসানী হলে ভিপি পদে আব্দুল হাই স্বপন, গণিত বিভাগের শিক্ষার্থী, এবং জিএস পদে হৃদয় পোদ্দার, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী, জয়লাভ করেছেন। এজিএস পদে রাকিব হাসান নির্বাচিত হয়েছেন।

মীর মশাররফ হোসেন হলে ভিপি পদে খালেদ জুবায়ের শাবাব এবং জিএস পদে শাহরিয়ার নাজিম হৃদয় জয়ী হয়েছেন। এজিএস পদে আরাফাত হোসেন নির্বাচিত হয়েছেন।

বীর প্রতীক তারামন বিবি হলে ভিপি পদে ফারজানা আক্তার ঊর্মি এবং জিএস পদে প্রিয়াঙ্কা কর্মকার প্রিয়া জয়লাভ করেছেন। এজিএস পদে লাবন্য নির্বাচিত হয়েছেন।

আ ফ ম কামাল উদ্দিন হলে ভিপি পদে জিএমএম রায়হান কবির এবং জিএস পদে আবরার শাহরিয়ার বিজয়ী হয়েছেন। এজিএস পদে রিপন মন্ডল নির্বাচিত হয়েছেন।

রোকেয়া হলে ভিপি পদে তাফমিম খানম (তাসনিম খন্দকার) এবং জিএস পদে নাবিলা মাহজাবিন জয়লাভ করেছেন। এজিএস পদে ফাহমিদা আক্তার সাউদা নির্বাচিত হয়েছেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ভিপি পদে রাকিবুল ইসলাম এবং জিএস পদে আলী আহমেদ জয়ী হয়েছেন। এজিএস পদে সামিন ইয়াসির লাবিব নির্বাচিত হয়েছেন।

২১ নম্বর ছাত্র হলে ভিপি পদে ইবনে শিহাব এবং জিএস পদে অলিউল্লাহ আল মাহাদী জয়লাভ করেছেন। এজিএস পদে তুষার আহমেদ শাওন নির্বাচিত হয়েছেন।

রফিক জব্বার হলে ভিপি পদে মেহেদী হাসান এবং জিএস পদে শরিফুল ইসলাম জয় বিজয়ী হয়েছেন। এজিএস পদের তথ্য প্রকাশিত হয়নি।

তাজউদ্দীন আহমেদ হলে ভিপি পদে মো. সিফাত উল্লাহ এবং জিএস পদে মাহমুদুল হাসান সাকিব জয়লাভ করেছেন। এজিএস পদের তথ্য প্রকাশিত হয়নি।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ভিপি পদে অনিক কুমার বণিক এবং জিএস পদে মাহমুদুল হাসান ইমন বিজয়ী হয়েছেন। এজিএস পদের তথ্য প্রকাশিত হয়নি।

বেগম খালেদা জিয়া হলে ভিপি পদে ফারহানা রহমান এবং জিএস পদে ফাতেমা তুজ জোহরা জয়লাভ করেছেন। এজিএস পদের তথ্য প্রকাশিত হয়নি।

১৩ নম্বর ছাত্রী হলে ভিপি পদে মাহদাতুন হাসান এবং জিএস পদে মহসিনা তুবা বিজয়ী হয়েছেন। এজিএস পদের তথ্য প্রকাশিত হয়নি।