ঢাকায় ফিরে প্রস্তুতিতে , লক্ষ্য এখন ভারতকে হারানো

ছুটি কাটিয়ে মঙ্গলবার (০৪ নভেম্বর) ঢাকায় ফিরে দল নিয়ে প্রস্তুতিতে নেমে পড়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরুর আগে ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরে দলের লক্ষ্য ও পরিকল্পনা জানালেন তিনি।

এএফসি এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইপর্বে বাংলাদেশের এগিয়ে যাওয়ার সম্ভাবনা ইতোমধ্যেই শেষ। প্রথম চার ম্যাচে একটি জয়েরও দেখা মেলেনি। এখন বাকি দুটি ম্যাচ—ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে ফিরতি লেগ। এর মধ্যে ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। বর্তমানে ১৫ জন খেলোয়াড় ক্যাম্পে অনুশীলন করছেন। এর আগে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

প্রথমে নেপাল নয়, আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল কাবরেরার। তবে তা সম্ভব না হওয়ায় খানিকটা হতাশ এ স্প্যানিশ কোচ। তিনি বলেন,
“নেপাল ভালো করছে। তারা শক্তিশালী দলগুলোর বিপক্ষে ভালো প্রতিদ্বন্দ্বিতা করছে। সেপ্টেম্বরে তাদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে আমাদের। তবে আমার মনে হয়, আমাদের আফগানিস্তানের সঙ্গে খেলার কথা ছিল। তারা নেপালের তুলনায় একটু বেশি শক্তিশালী দল। কিন্তু পরিস্থিতির কারণে সেটা সম্ভব হচ্ছে না। তারপরও নেপালের বিপক্ষে ম্যাচটি চ্যালেঞ্জিং হবে।”

কোচ যোগ করেন, “আমাদের লক্ষ্য ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে জেতা। তার আগে নেপাল ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়াই এখন মূল ফোকাস। অবশ্যই আমরা ম্যাচটি জেতার লক্ষ্য নিয়েই খেলব। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য ঘরের মাঠে ভারতকে হারানো।”

নেপালের বিপক্ষে হামজা খেলতে পারবে কি না জানতে চাইলে কাবরেরা বলেন, “দেখা যাক সে কবে যোগ দেয়। আশা করছি ১০ নভেম্বরের মধ্যে হামজা আসবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে সে খেলবে। সম্ভবত শমিত সোম আরও পরে যোগ দেবে। তবে নেপাল ম্যাচে তাকে কিছুটা সময় খেলার সুযোগ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।”

ক্যাম্প শুরুর আগে কেন দল ঘোষণা করা হয়নি, এমন প্রশ্নে কাবরেরা বলেন, “এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি যথারীতি ক্যাম্পের আগে তালিকা দিই। তাই জানি না কেন স্কোয়াড ঘোষণা হয়নি। এ বিষয়ে আপনারা সাদমানের (বাফুফের মিডিয়া ম্যানেজার) সঙ্গে কথা বলতে পারেন।”

এছাড়া কিউবা মিচেলকে নিয়ে কোচ বলেন, “তার মধ্যে প্রতিভা আছে, ভবিষ্যতে সে জাতীয় দলে সুযোগ পাবে। তবে এখনই সে প্রস্তুত নয়।”

অন্যদিকে, ১৩ নভেম্বর বাংলাদেশ-নেপাল ম্যাচের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ দুপুর ২টা থেকে। ক্লাব হাউস টিকিটের মূল্য ১,০০০ টাকা এবং গ্যালারির টিকিট ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। টিকিট পাওয়া যাবে অনলাইন প্ল্যাটফর্ম কুইকেট-এ।