দেশে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৭ হাজার ছাড়াল, চলতি বছর মৃতের সংখ্যা ১৪৭

দেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এইডিস মশাবাহিত রোগটিতে মোট ৩৭ হাজার ২০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে সর্বোচ্চ ৯৭ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। ঢাকার বাইরে ঢাকা বিভাগে ৪২ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮৪ জন, খুলনা বিভাগে ২ জন এবং বরিশাল বিভাগে ৪৫ জন ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৭২২ জন বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭২০ জন, ঢাকার বাইরে ১ হাজার ২ জন ভর্তি রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ জনে। এর মধ্যে জুলাই মাসে সর্বোচ্চ ৪১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, মার্চে কোনো মৃত্যু হয়নি, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুনে ১৯ জন, অগাস্টে ৩৯ জন এবং ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ২৫ জন মারা গেছেন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছে জুলাই মাসে, যার সংখ্যা ১০ হাজার ৬৮৪ জন। জানুয়ারিতে ভর্তি হয়েছেন ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুনে ৫৯৫১ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন এবং ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ৫ হাজার ৭৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

দেশে এক বছরে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ২০২৩ সালে। ২০২৪ সালে ভর্তি হয়েছে ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে ১ হাজার ৪০৫ জন এবং ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।