কক্সবাজার থেকে চট্টগ্রামে ‘সরকারবিরোধী’ মিছিল: ছাত্রলীগের দুই কর্মীসহ চারজন গ্রেপ্তার

কক্সবাজার থেকে চট্টগ্রামে এসে ‘সরকারবিরোধী’ মিছিল করার অভিযোগে ‘নিষিদ্ধ’ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বন্দর নগরীতে শনিবার সকালে মিছিল করার সময় পুলিশ তাদের আটক করে। গ্রেপ্তার চারজন হলেন—মাইক্রোবাস চালক আবু মুসা (৩০), তার সহকারী শাকিব আলম (২০), এবং ছাত্রলীগ কর্মী রায়হান উদ্দিন (৪৫) ও মো. আরিফ (২৮)।

পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মান জানান, “মিছিলে অংশ নেওয়ার জন্য একটি মাইক্রোবাস ভাড়া করে কক্সবাজারের চকরিয়া থেকে চট্টগ্রামে আসা হয়। (শনিবার) সকালে হামজারবাগ হযরত কামাল শাহ বোগদাদী মাজারের সামনে ঝটিকা মিছিল করার সময় পুলিশ তাদের ধাওয়া করে।”

ওসি আরও বলেন, “পালানোর সময় মাইক্রোবাসের চালক ও সহকারীকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে পাঁচলাইশ এলাকা থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।”

মাইক্রোবাস চালককে জিজ্ঞাসাবাদে জানা যায়, “পুলিশকে তিনি বলেছেন, মিছিল করার জন্য চকরিয়া থেকে চট্টগ্রামে আসার জন্য তার মাইক্রোবাসটি ভাড়া করা হয়েছিল। মাইক্রোবাসে সাত-আটজন আসেন এবং আরও কয়েকজন ঘটনাস্থলে যোগ দেন।”

এই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে।