দেশে ডেঙ্গুতে মৃত্যুহীন দিন, হাসপাতালে ভর্তি ২১৯ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি, তবে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৯ জন। এইডিস মশাবাহিত রোগে টানা কয়েকদিন মৃত্যুর ঘটনা নথিভুক্ত হওয়ার পর শুক্রবারের প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর কোনো মৃত্যুর তথ্য দেয়নি।

নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৭৪ জন চট্টগ্রাম বিভাগে, ৪৩ জন বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে), ৪০ জন ঢাকা উত্তর সিটি এলাকায়, ৩৯ জন ঢাকা দক্ষিণ সিটি এলাকায় এবং ২৩ জন ময়মনসিংহ বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৪৪ হাজার ৬৯২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় মোট মৃত্যু হয়েছে ১৮৮ জনের। এর মধ্যে সবচেয়ে বেশি ৬৬ জনের মৃত্যু হয়েছে সেপ্টেম্বর মাসে। এর আগে জুলাইয়ে ৪১ জন, জানুয়ারি ১০ জন, ফেব্রুয়ারি তিনজন, এপ্রিল সাতজন, মে তিনজন, জুন ১৯ জন, অগাস্ট ৩৯ জন মারা গেছেন। মার্চে কোনো রোগীর মৃত্যু হয়নি।

সেপ্টেম্বর মাসে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৩ হাজার ২১৬ জনে পৌঁছেছে। এর আগে জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন, জানুয়ারি ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারি ৩৭৪ জন, মার্চ ৩৩৬ জন, এপ্রিল ৭০১ জন, মে ১ হাজার ৭৭৩ জন, জুন ৫ হাজার ৯৫১ জন, অগাস্ট ১০ হাজার ৪৯৬ জন ভর্তি হয়েছিলেন। ২১ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন ১০ হাজার ৩৫৫ জন।

গত এক দিনে সারা দেশে ২৫৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন ৪২ হাজার ৪৭৮ জন।