ত্রাণ নিয়ে গাজা যাওয়ার পথে থাকা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবশেষ জাহাজও ইসরায়েলি বাহিনী আটক করেছে। গাজা উপকূলে আসার পর ম্যারিনেট নামের জাহাজটির দখল নেয় ইসরায়েলি সৈন্যরা। এর আগে ফ্লোটিলার অন্যান্য সব জাহাজের নিয়ন্ত্রণ ইসরায়েলি বাহিনী গ্রহণ করেছিল।
লাইভস্ট্রিম ভিডিওতে দেখা গেছে, শুক্রবার সকালে ইসরায়েলি বাহিনীর সদস্যরা জোর করে জাহাজটিতে ওঠেন। পোল্যান্ডের পতাকাবাহী এই ম্যারিনেটে ছয়জন ক্রু রয়েছেন। এর আগে ম্যারিনেট ছাড়া অন্য সব জাহাজ নিয়ন্ত্রণে নেয়ার পরই এটি একমাত্র চলমান জাহাজ ছিল, যা এবারও দখল নেওয়া হলো।
গতকাল রাতে, গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে অবস্থানকালে, ফ্লোটিলায় প্রথমবারের মতো সরাসরি বাধা দেয় ইসরায়েলি বাহিনী।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ। এই নৌবহরে ৪০টির বেশি বেসামরিক নৌযান রয়েছে। বহরে প্রায় ৪৪টি নৌযান ও ৫০০ মানুষ রয়েছেন, যাদের মধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিক ছাড়াও ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক রয়েছেন।