গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তুরাগ নদে নৌকা ডুবির ঘটনায় দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর শিশু এখনও নিখোঁজ রয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (সাভার ও কালিয়াকৈর) জোন প্রধান উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন জানান, শুক্রবার বেলা ১১টার দিকে টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরীদল ডুবে যাওয়া নৌকাসহ শিশুটির লাশ উদ্ধার করেছে।
লাশ উদ্ধার হওয়া শিশুটি অঙ্কিতা মনি দাস (৫), যিনি মদন মনি দাসের মেয়ে। নিখোঁজ শিশুটি স্থানীয় তাপস মনি দাসের ছেলে তন্ময় মদন দাস (৮)।
মো. আলাউদ্দিন জানান, বৃহস্পতিবার বিকালে দুই শিশু তাদের স্বজনদের সঙ্গে নৌকা করে তুরাগে বেড়াতে যায়। সন্ধ্যার দিকে এলাকার প্রতিমা বিসর্জন চলার সময় হিজলতলীর চাপাইর ব্রিজের কাছে তাদের নৌকাকে অন্য একটি ট্রলার ধাক্কা দেয়। এতে নৌকাটি গভীর পানিতে ডুবে যায়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন বলেন, খবর পেয়ে রাতেই স্থানীয় ফায়ার কর্মীরা উদ্ধার অভিযানে নামে, তবে রাত ৮টা পর্যন্ত কোনো ফল পাওয়া যায়নি। পরে টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরীদলকে খবর দেওয়া হলেও অন্ধকারের কারণে রাতের অভিযান স্থগিত রাখা হয়।
শুক্রবার সকালে টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরীদল পুনরায় অভিযান চালিয়ে সকাল ১১টার দিকে ডুবে যাওয়া নৌকাসহ অঙ্কিতার লাশ উদ্ধার করে। জানা যায়, লাশটি নৌকার সঙ্গে আটকে ছিল।
তবে শুক্রবার বিকাল ৩টায়ও নিখোঁজ অপর শিশুর সন্ধান মেলেনি। তার খোঁজে উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।