জুলাই জাতীয় সনদে স্বাক্ষর না করা এবং স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার মধ্যরাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।
শুক্রবার বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করেছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এই ঐতিহাসিক ক্ষণ উদযাপনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
তবে সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি ‘অস্পষ্ট’ থাকায় অনুষ্ঠানটির বিরোধিতা করেছে এনসিপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি বৈধতা ছাড়া এ ধরনের স্বাক্ষর কেবল আনুষ্ঠানিকতা মাত্র।
দিনভর ঐকমত্য কমিশনের একটি প্রতিনিধিদল এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে তাকে অনুষ্ঠানে যোগ দিতে রাজি করানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। পরে রাতে আনুষ্ঠানিকভাবে সনদে সই না করার ঘোষণা দেয় দলটি।
এনসিপি নেতা মুশফিক উস সালেহীন এক বিবৃতিতে বলেন, “আগামীকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি অংশগ্রহণ করবে না। যেহেতু এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আইনি ভিত্তি অর্জন সম্ভব নয়, তাই আমরা এতে যুক্ত হচ্ছি না। তবে কমিশন যেহেতু সময় বাড়িয়েছে, আমরা সেখানে অংশ নিয়ে আমাদের অবস্থান জানাব। দাবি পূরণ হলে পরবর্তীতে সই করব।”