চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (সিইপিজেড)-এর একটি বহুতল কারখানা ভবনে লাগা ভয়াবহ আগুন ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে লাগা আগুন শুক্রবার সকাল ৭টা ২৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নির্বাপণের কাজ তখনও চলছিল।
শুক্রবার বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে এখনও ১৭টি ইউনিট কাজ করছে। আগুন লাগার ঘটনাটি ঘটে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের একটি আটতলা ভবনে, যেখানে ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ ও ‘জিহং মেডিকেল কোম্পানি’ নামে দুটি প্রতিষ্ঠান ছিল।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ভবনের সপ্তম তলায় অবস্থিত গুদামঘর থেকেই আগুনের সূত্রপাত হয়। সেখানে টাওয়েল, ক্যাপ এবং সার্জিকেল গাউনসহ চিকিৎসা সামগ্রী রাখা ছিল। তবে আগুন লাগার সময় দুপুরের খাবারের বিরতি থাকায় শ্রমিকরা বেশিরভাগই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরাও অংশ নেন। রাতভর আগুন নেভাতে তৎপর ছিলেন তারা। ভবনের উপরের তলাগুলোর সিলিং গলে পড়ে যায় এবং আগুন নিচের তলাগুলোতেও ছড়িয়ে পড়ে।
রাতে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমলেও আগুনের তীব্র তাপে কেউ ভবনের কাছাকাছি যেতে পারেননি। ফায়ার সার্ভিসের সদস্যরা একাধিক দিক থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া দূর থেকে দেখা যাচ্ছিল।
রাত ১০টার দিকে হালকা বৃষ্টি হলেও তা আগুন নেভাতে তেমন ভূমিকা রাখতে পারেনি। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। নির্বাপণ কার্যক্রম শেষ হওয়ার পর তদন্ত করে বিস্তারিত জানানো হবে।