বৃহস্পতিবার সকালে বিশ্বের ১২৭টি শহরের মধ্যে ঢাকার অবস্থান সপ্তম স্থানে রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ু মান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর সর্বশেষ তথ্যানুযায়ী, সকাল সোয়া আটটার দিকে ঢাকার গড় বায়ুমান (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ছিল ১৫৫, যা অস্বাস্থ্যকর মাত্রা হিসেবে গণ্য করা হয়।
তবে রাজধানীর চেয়ে দেশের আরও দুটি বিভাগীয় শহরে বায়ুদূষণের মাত্রা বেশি। এই দুটি শহর হলো রাজশাহী ও খুলনা। ঢাকায় জনসংখ্যা, কলকারখানা এবং যানবাহনের চাপ সবচেয়ে বেশি হওয়া সত্ত্বেও এসব শহরের দূষণ দ্রুত বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আইকিউএয়ার নিয়মিতভাবে বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণের অবস্থা তুলে ধরে। তাদের তৈরি করা রিয়েল-টাইম সূচকটি মানুষকে জানায় কোনো শহরের বাতাস কতটা বিশুদ্ধ বা দূষিত এবং সে অনুযায়ী সতর্কবার্তাও দেয়। আজকের সূচকে বিশ্বে সবচেয়ে দূষিত শহর হিসেবে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ, যার স্কোর ৩৪২।
দেশের বিভাগীয় শহরগুলোর বায়ুমান
আজকের হিসাবে দেশের বিভাগীয় শহরগুলোর মধ্যে সবচেয়ে বেশি দূষণ লক্ষ্য করা গেছে রাজশাহীতে, যেখানে সূচক দাঁড়িয়েছে ১৬৫। এর পরেই রয়েছে খুলনা—স্কোর ১৫৯।
অন্যদিকে রংপুরে ১৩৬, ময়মনসিংহে ১০৮, বরিশালে ১০৬, সিলেটে ৮১ এবং চট্টগ্রামে ৭৪।
ঢাকার পাঁচ এলাকায় সবচেয়ে বেশি দূষণ
রাজধানীর পাঁচটি এলাকায় দূষণের মাত্রা বিশেষভাবে বেশি। এর মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখা গেছে মিরপুরের পল্লবীতে, যেখানে স্কোর ১৯৩।
এছাড়া উচ্চমাত্রার দূষণ রেকর্ড করা হয়েছে কল্যাণপুর, মিরপুর ইস্টার্ন হাউজিং, পুরান ঢাকার বেচারাম দেউড়ি এবং বে’জ এজ ওয়াটার এলাকায়।
নগরবাসীর জন্য সতর্কতা ও পরামর্শ
আইকিউএয়ার আজকের পরিস্থিতি বিবেচনায় নগরবাসীর জন্য কিছু পরামর্শ দিয়েছে।
- বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে
- ঘরের জানালা বন্ধ রাখতে হবে
- বাইরের ব্যায়াম এড়িয়ে চলা উচিত
- যেখানে বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে, সেখানে ঘরের বাইরে বের হলে অবশ্যই সুরক্ষা মাস্ক ব্যবহার করতে হবে।
বায়ুদূষণের প্রভাব
বায়ুদূষণ বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু কমানোর সবচেয়ে বড় বাহ্যিক হুমকি হিসেবে চিহ্নিত হয়েছে। যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট (ইপিআইসি) প্রকাশিত ২০২৫ সালের হালনাগাদ এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স (AQLI) প্রতিবেদনে বলা হয়, বায়ুদূষণের কারণে বাংলাদেশের মানুষের আয়ু গড়ে সাড়ে পাঁচ বছর কমছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দূষিত দেশ।
সিঙ্গাপুরের নানিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (NTU) গবেষণায় দেখা গেছে, ১৯৮০ থেকে ২০২০ সালের মধ্যে বায়ুদূষণের কারণে বিশ্বে প্রায় সাড়ে ১৩ কোটি মানুষের অকালমৃত্যু হয়েছে।
এ ছাড়া বিশ্বব্যাংকের ‘দ্য বাংলাদেশ কান্ট্রি এনভায়রনমেন্ট অ্যানালিসিস (CEA)’ প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে বাংলাদেশে বায়ুদূষণসহ চার ধরনের পরিবেশ দূষণে ২ লাখ ৭২ হাজারের বেশি মানুষের অকালমৃত্যু ঘটে। এর মধ্যে ৫৫ শতাংশ মৃত্যু বায়ুদূষণের কারণে। একই সঙ্গে দূষণের প্রভাবে দেশের জিডিপির প্রায় ১৭ দশমিক ৬ শতাংশ অর্থনৈতিক ক্ষতি হয়েছে।